ষাটোর্ধ্ব বৃদ্ধাকে পিটিয়ে, পাথর দিয়ে মাথা থেঁতলে খুন যোগী রাজ্যে

0
84

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

ফের চরম নৃশংসতার নিদর্শন যোগীরাজ্যে, একজন ষাটোর্ধ্ব বৃদ্ধাকে প্রথমে লাঠি দিয়ে পেটানো হলো এবং তারপর পাথর দিয়ে মাথা থেঁতলে খুন। হোলির দিনে এই নৃশংস ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের এটাওয়াহর মেভতিতলা এলাকা।

murder | newsfront.co
প্রতীকী চিত্র

বৃদ্ধার ‘অপরাধ’, তিনি হোলিকে ঘিরে মাত্রাতিরিক্ত শোরগোলের প্রতিবাদ করেছিলেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, গতকাল হোলি উদযাপন করতে গিয়ে কয়েকজন যুবক ওই বৃদ্ধার বাড়ির সামনে প্রবল চিৎকার, চেঁচামেচি করছিল। খুব স্বাভাবিকভাবেই তা বন্ধ করতে অনুরোধ জানিয়েছিলেন ওই বৃদ্ধা। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই যুবকরা।

বৃদ্ধার বাড়িতে চড়াও হয় তারা। তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে তাঁর পরিবারের অন্য ৫জন সদস্যও গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন মহিলা ও এক শিশুও রয়েছে। বৃদ্ধাকে শুধু লাঠি দিয়ে পিটিয়েই ক্ষান্ত হয়নি যুবকরা। পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়ার চেষ্টা করে তারা।

আরও পড়ুনঃ নাটকের বক্তব্য ‘না পসন্দ’, বাসন্তিতে বিজেপি কর্মীরা বন্ধ করল ‘ইঁদুরকল’ নাটকের প্রদর্শন

আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বৃদ্ধার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস, তবে এখনো পর্যন্ত কোনো অভিযুক্তের গ্রেপ্তারীর খবর পাওয়া যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here