৫৩ বছর ধরে চলা মামলার শুনানির দিনেই প্রয়াত ১০৮ বছর বয়সী আবেদনকারী

0
42

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

২০১৫ সালের মামলা ২০২১ সালে শুনতে রাজি হয় দেশের শীর্ষ আদালত। শুরুও হয় শুনানি, মাঝপথে খবর আসে কিছুক্ষণ আগে মৃত্যু হয়েছে ১০৮ বছর বয়স্ক মামলাকারীর।

supreme court
সুপ্রিম কোর্ট

মহারাষ্ট্রের বাসিন্দা নরসিংহ গায়কোয়াড়, ১৯৬৮ সালে অর্থাৎ ৫৩ বছর আগে একটি জমি সংক্রান্ত মামলা দায়ের করেন বম্বে হাইকোর্টে। মামলা,২৭ বছর সে মামলা পড়ে থাকে বম্বে হাইকোর্টে। তারপর ১৯৮৭ সালে মামলার রায় দেয় বম্বে হাইকোর্ট। কিন্তু সে রায় পছন্দ হয়নি নরসিংহর। সেই রায়কে চ্যালেঞ্জ করে ফের মামলা করেন বম্বে হাইকোর্টেই। বেশ কয়েকটি শুনানি চলে অবশেষে ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর সে আবেদন খারিজ করে দেন বিচারপতি।

আরও পড়ুনঃ অধিবেশনের বাকি দিনগুলিতে রাজ্যসভা থেকে সাসপেন্ড হলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন

আর তো উপায় নেই! ২০১৫ সালের ২৩ অক্টোবর নরসিংহ দ্বারস্থ হলেন সুপ্রীম কোর্টের। তুলনামূলক ভাবে খুবই কম সময়ের মধ্যে, ৬ বছরের মধ্যেই দেশের সর্বোচ্চ আদালত এই বছরের গত ১২ জুলাই মামলাটি শুনতে রাজি হয়। শুনানি শুরুও হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই খবর আসে যে কিছু সময় আগেই মারা গিয়েছেন ১০৮ বছর বয়সী নরসিংহ গায়কোয়াড়। তাঁর আইনজীবী জানালেন, “মৃত্যু হয়েছে মামলাকারীর, দুঃখের বিষয় তিনি দেখে যেতে পারলেন না যে দেশের সর্বোচ্চ আদালত তাঁর আবেদনে সাড়া দিয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here