নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সাত সকালে জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত বাখরাবাদ এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে।

সূত্রের খবর, শনিবার সকালে নারায়ণগড়ের দিক থেকে বেলদার দিকে সাইকেলে করে যাচ্ছিল এক বৃদ্ধ, বাখরাবাদের কাছে হঠাৎই পেছন থেকে একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারে ওই বৃদ্ধকে।
আরও পড়ুনঃ বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগে, বালুরঘাট-কুমারগঞ্জ রাজ্য সড়ক অবরোধ
ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বেলদা থানার সহযোগিতায় তাকে উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
আরও পড়ুনঃ বিষ্ণুপুরে নয়ানজুলি থেকে দেহ উদ্ধার
মৃত বৃদ্ধার নাম নিমাই মিদ্যা, বয়স আনুমানিক ৬৫ বছর, বেলদা থানার পুলিশ গাড়িটিকে আটক করেছে। চালক পলাতক। অন্যদিকে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584