তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার অন্তর্গত বড়ঞা থানার টগরা গ্রামের এক বৃদ্ধার মৃত্যু হল ভ্রমরের কামড়ে। মৃত ওই বৃদ্ধার নাম স্মৃতিলেখা মজুমদার, বয়স ৬৬।
পরিবার সূত্রে খবর, গতকাল সকালে প্রাতঃক্রিয়া করবার সময় এক ঝাঁক ভ্রমর ওই বৃদ্ধাকে কামড়ায়, যন্ত্রণার জেরে অসুস্থ হয়ে পড়ে ওই বৃদ্ধা। তারপর তড়িঘড়ি পরিবারের সদস্যরা ওই বৃদ্ধাকে বড়ঞা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসা শুরু হয়।
পরে বৃদ্ধার অবস্থার অবনতি হওয়ার কারণে বড়ঞা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তর করে। কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসা চলাকালীন গতকাল রাত্রে মৃত্যু হয় ওই বৃদ্ধার। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার জেরে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584