নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
গ্রীষ্মকালীন সংকটকালে রক্তদান শিবিরের আয়োজন করল পশ্চিম মেদিনীপুরের দাঁতনের এক ব্লকের শরশঙ্কা বকুলতলা এলাকার এক ক্লাব সংগঠন। গ্রীষ্মকালীন রক্ত সংকট তথা বর্তমান নোভেল করোনা ভাইরাসের প্রভাবে রক্ত সংকটে ভুগছে জেলার হাসপাতালগুলি।
শুক্রবার সেই রক্ত সংকটের কথা মাথায় রেখে শরশঙ্কা বকুলতলা প্রগতি সংঘ ও দাঁতন মানব কেন্দ্রের যৌথ উদ্যোগে খড়গপুর ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে আয়জিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। শরশঙ্কা বিবেকানন্দ শিক্ষা কেন্দ্র আয়োজিত এই রক্তদান শিবিরে এদিন ৩২ জন রক্তদান করেন।
আরও পড়ুনঃ বিবাহবার্ষিকীতে দুঃস্থদের পাশে এক দম্পতি
রক্তদান শেষে রক্তদাতাদের হাতে একটি করে লেবু গাছ তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। সারাবছর বিভিন্ন সামাজিক কাজে নিযুক্ত থাকে এই ক্লাব। এদিন আয়োজিত এই রক্তদান শিবির তারই অংশবিশেষ।আগামী দিনে মানুষের সাহায্য সহযোগিতা এভাবে পেলে ভবিষ্যতে আরো নতুন কিছু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584