আমপান দুর্গতদের পাশে রহমতে আলম মিশনের প্রাক্তনীরা

0
97

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণাঃ

একে করোনায় রক্ষে নেই তার উপর আমপান দোসর। গ্রামের সকলেই প্রায় খেটে খাওয়া দিন আনে দিন খাওয়া হতদরিদ্র মানুষ। ঘূর্ণিঝড় আমপানের কবলে পড়ে প্রায় সবকিছু তছনছ হয়ে গেছে। গ্রাম সংলগ্ন নদী বাঁধ ভেঙে প্লাবন সৃষ্টি হওয়ায় চাষের সব আবাদ তলিয়ে গেছে। বাগদা ভেড়িগুলিও লণ্ডভণ্ড হয়ে গেছে।

social work | newsfront.co
নিজস্ব চিত্র

এমনিতেই করোনার জেরে লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ । তার উপর আমপানে বাড়তি ক্ষতি । গ্রামের বহু এলাকা এখনো জলমগ্ন, স্যাঁতস্যাঁতে পরিবেশ । দেখা দিয়েছে বহু রকমের অসুখ। আর এভাবেই উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ গ্রামের রূপমারি গ্রাম পঞ্চায়েতের কুমীরমারী গ্রামের মানুষদের যেন দিশেহারা অবস্থা।

medicine distribute | newsfront.co
নিজস্ব চিত্র

এই অবস্থায় তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সংখ্যালঘু আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীরা। দূর্গতদের যথাযথ স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ঔষধ বিতরণ করলেন তারা।গত রবিবার এক কর্মসূচির মাধ্যমে দূর্গতদের সাহায্যের পাশাপাশি করোনা সচেতনতা শিবিরের আয়োজন করেন তারা।

করোনার বিরুদ্ধে লড়াই করবার জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য গ্রামের মানুষকে বিনামূল্যে হোমিওপ্যাথি ঔষধ আর্সেনিক অ্যালবাম ৩০ এর ৫০০ টি সিলড ফাইল বিতরণ করেন ডি.এন.দে, হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হসপিটালের অধ্যক্ষ ডঃ শ্যামল কুমার মুখার্জি ।

আরও পড়ুনঃ একাধিক বিধিনিষেধ মেনে চালু হতে পারে মেট্রো

Relief distribution | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন শিবিরে ৩০০ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়। তাদের বিনামূল্যে অ্যালোপ্যাথিক ঔষধ দেওয়া হয়। হুইসপার স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয় প্রায় ১৫০ জন মহিলাকে। শিবিরে উপস্থিত থাকা চিকিৎসকরা হলেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের ডাঃ মোঃ আব্দুল হাদী, ডাঃ দেবপ্রিয়া বিশ্বাস, ডাঃ অলোক কুমার ঝাঁ, এবং ডাঃ বিপ্লব মন্ডল।

আরও পড়ুনঃ প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতেই কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ করতে উদ্যোগ শিক্ষা দফতর

পুরো কর্মসূচি পরিচালনা করেন মিশন সম্পাদক আনিসুর রহমান, অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সভাপতি ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার সামিরল ইসলাম, সম্পাদক ডাঃ মেহেদি আরিফ এবং সহ সম্পাদক তৌহিদুর রহমান।

মিশন সম্পাদক আনিসুর রহমান জানান, ‘রহমতে আলম মিশন ও তার প্রাক্তনীদের যৌথ উদ্যোগে লকডাউন বিধি মেনেই আজ এই কর্মসূচি হল। আগামীদিনে আমরা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে আরও পদক্ষেপ নিতে চলেছি। তবে পুরো কর্মসূচিকে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন আব্দুল লতিফ, সাইফুদ্দিন নাদভি, মাফুজার রহমান, ইলিয়াস মন্ডল, ইমতিয়াজ রহমান, লাল্টু গাজী প্রমুখ।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here