মোহনা বিশ্বাস, কলকাতাঃ
সম্প্রতি কলকাতা সহ বিভিন্ন জেলাকে তছনছ করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় ‘আমপান’। এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর-দক্ষিণ চব্বিশ পরগনা। আমপানের দাপটে ভেঙে গিয়েছে বাঁধ, ভেসে গিয়েছে মাটির বাড়ি, উপড়ে গিয়েছে গাছ, বিদ্যুতের খুঁটি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত গ্রামগুলি।
সোমবার এরকমই দক্ষিণ চব্বিশ পরগনার এক আমপান-বিধস্ত গ্রাম কৃষ্ণপুরে ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছিল স্বেচ্ছাসেবী সংস্থা ‘সু-সম্পর্ক’। এদিন ওই গ্রামের উপার্জনহীন, করোনা ও আমপানে ক্ষতিগ্রস্ত প্রায় ১৫০ টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেয় এই স্বেচ্ছাসেবী সংস্থা। ক্ষতিগ্রস্তদের ৩ কেজি চাল, দেড় কেজি আলু, ৫০০ গ্রাম মুড়ি, সয়াবিন, বিস্কুট এবং হরলিক্স দেয় ওই সংস্থার সদস্যরা।
আরও পড়ুনঃ শিলিগুড়ি মহকুমার বিধাননগরে একাধিক কাজের শিলান্যাস করলেন এসজেডিএর চেয়ারম্যান
সু-সম্পর্কের কাছ থেকে এহেন সাহায্য পেয়ে অত্যন্ত খুশি গ্রামবাসীরাও। সু-সম্পর্কের কর্ণধার শ্রী অরবিন্দ সিংহ জানিয়েছেন, “দুর্দশাগ্রস্থ অসহায় মানুষদের অস্তিত্ব রক্ষার জন্য সুসম্পর্ক পরিবার লড়ছে লড়বে।” কৃষ্ণপুরের মত প্রত্যন্ত গ্রামগুলোতে হয়তো ক্ষুধার্ত পেটের সংখ্যা অগণিত, কিন্তু এই কঠিন পরিস্থিতিতে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে খুব অল্পসংখ্যক মানুষ। তাই সু-সম্পর্কের মতই সকলকে আমপান-বিধ্বস্তদের পাশে দাঁড়াতে অনুরোধ করেন অরবিন্দ বাবু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584