ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সাথে মতবিরোধ হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে অভিযোগ উঠেছে সাংবিধানিক পরিসরের বাইরে গিয়ে কাজ করছেন রাজ্যপাল জগদীশ ধনখড়। অপরদিকে রাজ্যপাল বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। সরকার রাজ্যপালের এই বিরোধে এবার রাজ্যে সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে।
রাজ্যপাল বিলে সই করছেন না এই অভিযোগে মঙ্গলবার বিধানসভা দুই দিনের জন্য বিধানসভার অধিবেশন স্থগিত ঘোষণা করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
এদিন বিধানসভায় অধ্যক্ষ জানান,’ রাজ্যপাল কোন বিলে সই করছেন না। সেই কারনে আলোচনার কোন বিষয় না থাকায় আগামী বুধ বৃহস্পতিবার বিধানসভা মুলতুবি থাকবে।’
Press Secretary to West Bengal Governor: There is no delay whatsoever at the end of the Governor in dealing with Legislative work and if issues there on are pending, it is on account of lack of input or response from the concerned in the respective departments.(2/2) https://t.co/UJjLukiGFO
— ANI (@ANI) December 3, 2019
রাজভবনের তরফ থেকে অধ্যক্ষের এই মত খন্ডন করে সংশ্লিষ্ট দফতরকে দায়ী করা হয়েছে।
বাম-কংগ্রেস এবং ওয়াকিবহাল মহলের মতে এ ঘটনা নজিরবিহীন। বিধানসভা স্থগিতের এই ঘোষণায় সরগরম রাজ্য রাজনীতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584