রাজু আনসারী, মুর্শিদাবাদঃ
জাল নোট সহ এক মহিলাকে গ্রেফতার করল ফারাক্কা পুলিশ। মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ প্রশাসন গোপন সূত্রে খবর পেয়ে চার লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার করল এক মহিলাকে। শনিবার ভোর রাতে নিউ ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ওই মহিলাকে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, মহিলার নাম সঞ্জিমা খাতুন, বয়স ৩০ বছর। বাড়ি মালদা জেলার কালিয়াচক এলাকায় । শনিবার ভোর রাতে নিউ ফরাক্কা বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহ জনক ভাবে ঘোরারফেরা করতে দেখা গেলে সেই সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে।
তারপর ওই মহিলার উপর সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করলে সেই ব্যাগ থেকে মোট ৪ লক্ষ টাকা জাল নোট উদ্ধার হয়। পুলিশ সূত্রে আরও জানা যায় যে, সমস্ত জাল নোট গুলি ৫০০টাকার। ধৃত ওই মহিলাকে আজ ৭দিনের পুলিশ হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ কান্দিতে তৃণমূল নেতার ওপর দুষ্কৃতীদের হামলার অভিযোগ, মৃত্যু ঘিরে চাঞ্চল্য
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584