নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আজ মুর্শিদাবাদের ডোমকল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে লছিমনের সঙ্গে সংঘর্ষে মৃত্যু ঘটলো এক মহিলার। স্থানীয়রা জানান যে, বছর ৫০ এর মিলা বিবি নামে এক মহিলা রাস্তা পার হচ্ছিলেন। সেইসময় গরুভর্তি এক লছিমন গাড়ি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার।
এই ঘটনার জেরে এলাকার উত্তেজিত জনতা প্রায় ঘন্টাখানেক অবরোধ করে রাখে কুসাবাড়ি – ডোমকল রাজ্য সড়ক। তাদের অভিযোগ, বহুদিন ধরেই সেই এলাকায় অবৈধভাবে গরুর ব্যবসা করা হচ্ছে। প্রশাসনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই।
আরও পড়ুনঃ পুকুর থেকে সদ্যোজাতর দেহ উদ্ধার
ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় গাড়ির চালক আহত হন, তাকে উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে রেফার করা হয়। যদিও এখনও এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584