জলঙ্গির সীমান্তবর্তী এলাকায় বিএসএফের সহযোগিতায় প্রাণে বাঁচল এক মহিলা

0
103

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

ভারত-বাংলাদেশের মুর্শিদাবাদের জলঙ্গির সরকারপাড়া সীমান্ত এলাকায় ১৪১ নম্বর ব্যাটালিয়নের সহযোগিতায় বাঁচল এক মহিলার জীবন।

BSF
সাপের দংশনে আক্রান্ত মহিলাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে জওয়ানরা। নিজস্ব চিত্র

জানাযায়, বৃহস্পতিবার কৃষিকাজের সময় ২৯ বছর বয়সী রুপালি বিবিকে একটি বিষাক্ত সাপে কামড় দেয়। পাশেই ছিল জলঙ্গি ১৪১ নম্বর বিএসএফ ক্যাম্পের সীমান্ত আউট পোস্ট। এই ঘটনা দেখে কর্মরত বিএসএফ জওয়ানরা খবর দেয় বিএসএফ আধিকারিকদের।

BSF Battelion
নিজস্ব চিত্র

আর খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি উন্নত চিকিৎসার জন্য বিএসএফ অ্যাম্বুলেন্স দ্বারা জলঙ্গির সাদিখানদিয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় রুপালি বিবিকে। চিকিৎসার পর সুস্থ হলে তাকে বিএসএফের ওই অ্যাম্বুলেন্স দ্বারা বাড়িতে পৌঁছেও দেন বিএসএফ ১৪১ নম্বর ব্যাটালিয়ন।

আরও পড়ুনঃ ব্যাঙ্ক লকারে বাড়ছে খরচ, লাগু হচ্ছে ‘অ্যাক্টস অফ গড’

Family
আক্রান্ত ওই মহিলার স্বামী। নিজস্ব চিত্র

যারা নিজের জীবন বাজি রেখে দিনরাত পাহারা দিয়ে গোটা দেশটাকে রক্ষা করে, তারা সাধারণ মানুষের কাজে লাগবে না তেমন হয় না, তবে রূপালী বিবিকে তড়িঘড়ি হসপিটালে নিয়ে গিয়ে তার চিকিৎসা করানো, বিএসএফের এই মানবিক উদ্যোগ নজির গড়েছে গোটা এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here