নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
লরা স্পিয়ার্সের গল্প শুনলে এবার থেকে ইমেলের স্প্যাম ফোল্ডারও মাঝে মাঝেই চেক করবেন অনেকেই। কারণ,এভেবেই প্রায় গুপ্তধন পেলেন তিনি। আমেরিকার ওকল্যান্ডের বাসিন্দা লরা গত ৩১ ডিসেম্বর একটি লটারির টিকিট কাটেন, আর পরে ঘটনাচক্রে তা ভুলেও গেছিলেন।
এরপর হঠাৎ করেই একদিন ইমেলের স্প্যাম ফোল্ডার চেক করতে গিয়ে লরার চোখ কপালে ওঠার জোগাড়। দেখেন সেখানেই লুকিয়ে রয়েছে তাঁর লটারি জেতার খবর। ৩০ লক্ষ ডলার লটারি জিতেছেন তিনি ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় ২২ কোটি।
ইমেলের স্প্যাম ফোল্ডারে সাধারণত বাণিজ্যিক সংস্থাগুলির প্রমোশনাল মেল জমা হয় যাতে দরকারী ইমেলগুলি এই প্রমোশনাল মেলের ভিড়ে হারিয়ে না যায়। আর তাতেই লরার এই বিপত্তি। লটারি পাওয়ার কথা প্রকাশ হওয়ার পরে সাংবাদিকরা লরার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, প্রথমেই ইমেলের সেটিংস পরিবর্তন করবেন যাতে না আর এরকম লটারি বিভ্রাট আর না হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584