শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
আবারও ভয়াবহ নৃশংসতায় কেঁপে উঠল দেশের রাজধানী শহর দিল্লি। রাতের অন্ধকারে বেদম পিটিয়ে হত্যা করা হল একজনকে, আর একজন গুরতর আহত। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত্রে। ঘটনায় ইতিমধ্যে রমজান আলি নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সঙ্গমবিহারে সংঘটিত এই নৃশংস ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। ফুটেজের তথ্য অনুযায়ী জানা গেছে, গত সোমবার রাতে পঙ্কজ ও যতীন নামে প্রায় ২১ বছর বয়সী দুই যুবক জন্মদিনের পার্টি সেরে বাড়ি ফিরছিলেন। রাস্তার মাঝে আচমকাই তাদের জনা আষ্টেক যুবক তাদের ঘিরে ধরে। তারপর ফুটেজে দেখা যায় কোন প্রকার বচসা ছাড়াই তাদের এলোপাতাড়ি কিল, ঘুসি মারতে থাকে। এমন অবস্থায় যতীন নামের যুবকটি মাটিতে লুটিয়ে পড়েন এবং দেখা যায় হামলাকারীদের মাঝে একজন পাথর তুলে যতীন মাথায় নৃশংসভাবে আঘাত করেন। সঙ্গে সঙ্গে যতীনের মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলে যতীন মারা যায়। এরপর ঘটনাস্থল ছাড়ার আগে দুজনকে পাশের নর্দমায় ফেলে দেয়। পুলিশের বয়ান অনুযায়ী, তাদের কাছ থেকে হামলাকারী প্রায় তিন হাজারের অধিক টাকা ছিনিয়ে নেয়।
दिल्ली के संगम विहार इलाके में 3000 रुपए की लूट का विरोध करने पर हत्या, पंकज और जतिन से लूटपाट के दौरान लुटेरों ने पत्थरो से पीटा, अधमरा करके नाले में फैंका, जतिन की अस्पताल में मौत। रमजान नाम का आरोपी गिरफ्तार बाकि आरोपियों की तलाश जारी। @DCPSouthDelhi @indiatvnews pic.twitter.com/SCRU9DIxSf
— Abhay parashar (@abhayparashar) December 23, 2021
তবে পুলিশ এই ঘটনার খবর প্রায় ১০ ঘন্টা পরে মঙ্গলবার দুপুরে। ঘটনায় জখম পঙ্কজ নামে ঐ যুবক সঙ্গমবিহার থানায় এই গণ প্রহারের বিরুদ্ধে মামলা করেন। প্রাথমিকভাবে পুলিশ গণপিটুনি ও ডাকাতির দায়ে অভিযোগ দায়ের করেন। কিন্তু সিসিটিভি ফুটেজের সোর্স ধরে তদন্তে নেমে পুলিশের চক্ষু চড়কগাছ হয়ে উঠে।
অবশেষে ঘটনার তদন্তের দায়িত্বে থাকা অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার হর্ষবর্ধন বলেন, তদন্তে নামার পর আমরা সরাসরি খুনের দায়ে অভিযুক্ত থাকার ধারা ৩০২ এ মামলা দায়ের করেছি আটজনের বিরুদ্ধে। ইতিমধ্যে রমজান আলি নামে একজনকে আমরা গ্রেফতার করেছি। সিসিটিভি ফুটেজের সোর্স ধরে বাকিদের খুঁজতে জোর তল্লাশি চলছে।
আরও পড়ুনঃ বাংলাদেশে যাত্রীবাহী লঞ্চে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলেই মৃত অন্তত ৩২, নিখোঁজ বহু
অভিযোগ দায়ের পরে ঘটনাস্থলে ছুটে যায় সঙ্গমবিহারের পুলিশ। ঘটনাস্থল থেকে যতীনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অন্যদিকে পঙ্কজের অবস্থাও আশঙ্কাজনক। পঙ্কজ দিল্লির AIIMS হাসপাতালে ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। এমন নৃশংস ঘটনায় গোটা দিল্লি জুড়ে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি জন সমাজে। সবাই দিল্লির মত রাজধানী শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584