আইনস্টাইনের উপমা দিয়ে হাসির খোরাক পীযূষ

0
81

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

আবারও ভুল মন্তব্য করে দেশজুড়ে হাসির খোরাক হলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় রেল ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল । দেশের মানুষকে ভারতীয় অর্থনীতির উন্নতি প্রসঙ্গে বিজেপি যে ৫ ট্রীলিয়নের স্বপ্ন দেখিয়েছিল তার সাথে জিডিপির নিম্নগতির পারস্পরিক ব্যাখ্যা প্রসঙ্গে মধ্যাকর্ষণ শক্তিকে টেনে এনে মধ্যাকর্ষণ শক্তির মধ্যে অঙ্ক প্রয়োগ নেই কিন্তু তবুও মধ্যাকর্ষণ শক্তি সূত্র সফল এটি বোঝাতে গিয়ে তিনি মন্তব্য করেন,”আইনস্টাইনের মাধ্যাকর্ষণ আবিষ্কারে অঙ্ক কোনও কাজে আসেনি।” তিনি আরও বলেন ,”যদি আইনস্টাইন নিছক গড়পড়তা হিসেব-নিকেষের সাহায্য নিতেন, তাহলে পৃথিবীকে কোনও কিছু আবিষ্কার হত বলে মনে হয় না।”

analogy of Einstein
চিত্র সৌজন্যঃ দি ইকোনমিক টাইমস

মধ্যাকর্ষণ সূত্র সম্পর্কে মোটামুটি সকলেরই কমবেশি ধারণা আছে। কারণ মধ্যাকর্ষণ শক্তির কথা মাথায় এলেই আপেল বাগানে বসে স্যার আইজাক নিউটনের প্রথম সেই ভাবনার কথা মাথায় আসে । যে মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেন প্রকৃতপক্ষে স্যার আইজাক নিউটন । একটি দেশের কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্ত্বেও সেই ক্রেডিট অন্য একজন বিজ্ঞানী আইনস্টাইনের উপর দিয়ে দেওয়াই দেশজুড়ে নিয়ে যথেষ্ট ব্যঙ্গ-বিদ্রূপ চলছে ।

এর সাথে জিডিপি র নিম্নগতি প্রসঙ্গে তিনি বলেন ,”টিভিতে জিডিপি-র যে হিসেব দেখছেন তা বিশ্বাস করবেন না। এইসব অঙ্ক ভরসা করবেন না একেবারেই। আইনস্টাইনকে মাধ্যাকর্ষণ আবিষ্কারের সময় কোনও অঙ্ক সাহায্য করেনি।”

তবে তার ভুল মন্তব্য নিয়ে যখন দেশজুড়ে তোলপাড় এ প্রসঙ্গে তিনি জানান ,”আমি একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা প্রসঙ্গে এই কথাটি বলেছিলাম। কিন্তু কিছু মানুষ আমার সমস্ত কথা বাদ দিয়ে একটি লাইন নিয়ে চেঁচাতে শুরু করেছেন।”

২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বিজেপির একাধিক নেতা মন্ত্রী বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার কিংবা গতানুগতিক সাধারন জ্ঞান নিয়ে তাদের হাস্যকর মন্তব্যের জেরে দেশজুড়ে হাসির খোরাক হয়েছেন । এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং শীর্ষে যার নাম রয়েছে তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিজেপি নেতা বিপ্লব কুমার দেব । মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তিনি একাধিক বিজ্ঞান গবেষণার সাথে প্রাচীন হিন্দু দেবদেবীর যোগসূত্র খুঁজে বের করে মনগড়া ব্যাখ্যা শুনিয়েছেন এবং তাই নিয়ে দেশজুড়ে তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ কম হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here