দলগাঁও-এ আনন্দমেলায় সামিল এলাকাবাসী

0
67

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দের অনুভূতি হয়। মেলার আক্ষরিক অর্থ মিলন। মেলায় একে অন্যের সঙ্গে ভাব বিনিময় হয়। ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান ফুটবল মাঠে চলছে আনন্দ মেলা।

fair | newsfront.co
মেলা প্রাঙ্গণ ৷ নিজস্ব চিত্র

ইতিমধ্যে আনন্দ মেলা প্রাঙ্গণে তাসাটি, দলগাঁও, বীরপাড়া সহ বিভিন্ন প্রান্তের মানুষের ঢল নামে সন্ধ্যা নামার সাথে সাথে।জানা গিয়েছে, দলগাঁও ইয়ুথ ক্লাবের উদ্যোগে এবছর দলগাঁও চা বাগান ফুটবল মাঠে প্রথম আনন্দ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

fair started | newsfront.co
মেলা প্রাঙ্গণ ৷ নিজস্ব চিত্র

এই মেলাতে নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকানপাঠ বসেছে। মেলা শুরুর প্ৰথম দিন থেকে ব্লকের বিভিন্ন প্রান্তের মানুষজন আসছেন ওই মেলা প্রাঙ্গণে।

আরও পড়ুনঃ বিজেপি রাস্তায় রামকে নামিয়ে এনে নির্বাচনে ভোটের প্রচার করছেঃ সুব্রত মুখার্জি

এদিন ওই কমিটি সভাপতি সালিম বারয়া বলেন,” আনন্দ মেলা ১০ ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং ২৫ ই ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here