ফের বেলাগাম হেগড়ে! জনসভায় বললেন বিএসএনএল কর্মীরা দেশদ্রোহী

0
51

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বিএসএনএল কর্মীরা দেশদ্রোহী, কাজ করেন না; মোদী সরকার ৮৮ হাজার কর্মীকে সরিয়ে দেবে। বিস্ফোরক মন্তব্য বেঙ্গালুরুর বিজেপি সাংসদ শ্রী অনন্ত কুমার হেগড়ের। উত্তর কন্নড়ের এক জনসভায় সাংসদ বলেন, বিএসএনএল কর্মীরা কেউ কোনো কাজ করেন না, সংস্থা ভরে আছে দেশদ্রোহীতে।

Anant Kumar Hegde | newsfront.co
অন্তত কুমার হেগড়ে। সংবাদ চিত্র

এই জনসভার ভিডিও ফুটেজ থেকে স্পষ্ট বিএসএনএলের মত একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা সম্পর্কে এমন মন্তব্য করছেন এক জনপ্রতিনিধি, তাঁদেরই দল রয়েছে সরকারে। শ্রী হেগড়ের জনসভার ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, যে তিনি একেবারে সঠিক শব্দ ব্যবহার করছেন, এঁরা সকলেই দেশদ্রোহী এবং বিএসএনএল ভারতের কলঙ্ক।

বিজেপি সাংসদ ওই জনসভায় স্পষ্ট করে জানান, যে তাঁর দল সিদ্ধান্ত নিয়েছে বিএসএনএল এর ৮৮ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে এবং সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে তবেই নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণ হবে।

আরও পড়ুনঃ অবিভক্ত হিন্দু পরিবারের সম্পত্তিতে ছেলে মেয়ের সম অধিকারঃ সুপ্রিম কোর্ট

কর্ণাটক রাজ্যের বিজেপি মুখপাত্র যদিও বিষয়টি অন্য ভাবে উপস্থাপিত করার মরিয়া চেষ্টা চালিয়েছেন, তিনি বলেন এসব শ্রী হেগড়ের ব্যক্তিগত মত, তিনি সিদ্ধান্ত নেওয়ার কেউ নয় ইত্যাদি। শ্রী অনন্ত হেগড়ের যদিও এই ধরনের বেফাঁস মন্তব্য করার পুরনো অভ্যেস রয়েছে। তাঁকে নিয়ে কর্ণাটক রাজ্য বিজেপিকে বারে বারেই বিড়ম্বনায় পড়তে হয়েছে।

আরও পড়ুনঃ ‘করোনায় এগিয়ে বাংলা’ রাজ্য সরকারকে কটাক্ষ দিলীপের

একবার বলেন টিপু সুলতান ছিলেন ধর্ষক, খুনি এবং লুঠেরা। কখনো বলেন কেরালায় সবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশ করতে দেওয়ার অর্থ হিন্দু মহিলাদের ধর্ষণ করা। তাঁকে এও বলতে শোনা গেছে মহাত্মা গান্ধীর স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ ছিল “নাটক” এবং গান্ধীজি ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে চলেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here