নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’। প্রেমমুখর এক ধারাবাহিক। রাধিকার জীবনে প্রথম প্রেম আসে কৌশিকের হাত ধরে। বাপ-মা মরা রাধিকার জীবনে কৌশিকের মা মণিই সব। মণিই তাকে মাতৃস্নেহে বড় করেছে নিজের কাছে রেখে। রাধিকা মণিকেই মা বলে জানে।
কৌশিক রাধিকার জীবন থেকে চলে যাওয়ার পর মণিকে খুশি রাখার সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে রাধিকা। মণির সব কথাতে চিরকালই নির্দ্বিধায় ‘হ্যাঁ’ বলে সে। আর মণিও তার রাধিকাকে সন্তানস্নেহে আজও আগলে রাখে।
মণির চরিত্রে রয়েছেন অনন্যা সেনগুপ্ত। নিজের বয়সের তুলনায় বেশ খানিকটা বর্ষীয়ান চরিত্রেই অভিনয় করছেন অনন্যা। কিন্তু দিব্যি মানিয়েছে তাঁকে। টিপটপ মণি মা সদাব্যস্ত। সংসার, ব্যবসা সবই সামলায় সে। হাতে তার ঘড়িটি মাস্ট। সে সবসময় তৈরি। আদতে অনন্যাও বেশ একজন পরিপাটি মানুষ।
আরও পড়ুনঃ টলিদুনিয়ার নতুন প্রযোজক এনা সাহা, চলছে ‘এস ও এস কলকাতা’র শুটিং
এহেন অনন্যাকে এবার দেখা যাচ্ছে ‘কাদম্বিনী’ ধারাবাহিকে তারাসুন্দরীর চরিত্রে। দ্বারকানাথ গাঙ্গুলির বোন। অল্প বয়সে বিধবা তারাসুন্দরী। মন মানসিকতাও বেশ সেকেলে। এই চরিত্রেও বেশ মানিয়েছে অনন্যাকে। তাঁর কথা বলার ধরনেও আছে ভিন্নতা। দুটি ধারাবাহিকেই সমান তালে নিজের স্বাক্ষর রাখছেন অনন্যা সেনগুপ্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584