‘দেশের মাটি’তে পায়েল চরিত্রে অনন্যা দাস

0
1485

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘দেশের মাটি’ ধারাবাহিকে এল নতুন চরিত্র। প্রায় শুরু থেকেই অবশ্য চরিত্রের নাম প্রকাশ্যে আনেন কাহিনিকার লীনা গঙ্গোপাধ্যায়। তবে, এই পায়েল চরিত্রটিতে কাকে অভিনয় করতে দেখা যাবে তা নিয়ে দর্শকের আগ্রহের পারদ চড়েছিল। এবার আগ্রহের অবসান। এই চরিত্রে এলেন অনন্যা দাস।

Ananya Das | newsfront.co
পায়েল চরিত্রে অনন্যা দাস

অনন্যা এর আগে কালারস বাংলা চ্যানেলে ‘ আলোয় ভুবন ভরা’ ধারাবাহিকে অভিনয় করেছেন। আড্ডা টাইমস-এর ‘লিপলক’-এও অভিনয় করেছেন অনন্যা। এবার ‘দেশের মাটি’ ধারাবাহিকে কিয়ানের প্রেমিকার চরিত্রে এই কন্যে।

Actress Ananya Das | newsfront.co

পায়েল চরিত্রটি যে নেগেটিভ বোঝাই যাচ্ছে। সে ভারতীয়দের মোটে সহ্য করতে পারে না। ভারতীয় মেয়েরা ছেলে ধরে- এই কনসেপ্ট তার মনে পাকাপাকিভাবে ঘাটি গেড়েছে। নিজের দ্বিতীয় মেগা সিরিয়ালের চরিত্র নিয়ে নিউজ ফ্রন্টকে অনন্যা জানান- “পজিটিভ রোল পেলে বেশি খুশি হতাম। তবে, নেগেটিভটা পেলাম এটা বেশ চ্যালেঞ্জিং। আমি যেমনটা নই তেমনটা করে দেখাতে হবে, এটা বড় কঠিন কাজ। প্রজেক্টটা পেয়ে খুব খুশি আমি। এত সব সিনিয়র অভিনেতাদের সঙ্গে কাজ করতে পারব, সেটা ভেবেই এক্সাইটেড আমি।”

আরও পড়ুনঃ সুরের বাঁধনে গাঁটছড়া বাঁধলেন নীলামন

অনন্যাকে সাধারণ মানুষ বেশি দেখেন মডেল হিসেবেই নানা পত্র পত্রিকায়। মডেল হিসেবে বেশ জনপ্রিয় তিনি। ধারাবাহিকে পায়েল চরিত্রটি ভালই খেল দেখাবে তা বলাই বাহুল্য। কেননা নেগেটিভেরা প্রতি মুহূর্তে সচল থাকে সিনে।

আরও পড়ুনঃ মুক্তির পথে থ্রিডি ছবি ‘মনস্টার হান্টার’

এখানেও ঘটবে তেমনটাই, আশা করা যায়। তাই অনন্যার কাছে জানতে চাই- এবার কি তাহলে ছোটপর্দায় নিজেকে সচল রাখতে চাইছ? অনন্যা অকপটে উত্তর দেন, “হ্যাঁ, টিভিতে আরও অনেক কাজ করতে চাই।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here