নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বুধবারই বম্বে হাইকোর্টকে ভর্ৎসনা করে অর্ণব গোস্বামীর অন্তর্বতী জামিন মঞ্জুর করে জেল থেকে ছাড়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেফতারির আটদিনের মাথায় বুধবার রাত সাড়ে আটটা নাগাদ নবি মুম্বইয়ের তালোজা জেল থেকে ছাড়া পান অর্ণব।
সেই চেনা স্টুডিও। চেনা আবহ। জেল থেকে মুক্তি পেয়েই লোয়ার প্যানেলে রিপালবিক টিভির স্টুডিয়ো হাজির হন তিনি। আর ফিরেই ঠাকরের উদ্দেশে কড়া বার্তা দিলেন। আর এরপরই ধরা দেন স্বভাবসিদ্ধগত ‘রণংদেহী’ মেজাজে ধরা দেন তিনি। উদ্ধব ঠাকরেকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন, প্রতিটি ভাষায় তাঁর চ্যানেল শুরু করবেন। আন্তর্জাতিক ক্ষেত্রেও পা রাখবে তাঁর চ্যানেল।
আরও পড়ুনঃ বিহার: শেষ পর্যন্ত জয়ী এনডিএ জোট, এক নম্বরে তেজস্বীর আরজেডি
মুক্তি পেয়ে একেবারে চেনা মেজাজেই ধরা দিলেন ক্যামেরার সামনে। অর্ণবের এই হুঁশিয়ারিতে অনেকেই কিন্তু কালমেঘ দেখছেন। “আমার কথা শুনুন। আপনি হেরে গিয়েছেন। আপনি পরাজিত।“ জেল থেকে ছাড়া পেয়ে উদ্ধব ঠাকরেকে ঠিক এভাবেই বললেন তিনি। শুধু তাই নয়, ভুয়ো মামলা সাজানোর অভিযোগও তিনি তুলেছেন উদ্ধব প্রশাসনের বিরুদ্ধে।
উদ্ধব ঠাকরের পাশাপাশি মুম্বই পুলিশ কমিশনার পরমবীর সিংকেও একহাত নেন রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ। সেখানেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ হেনে বলেন, “উদ্ধব ঠাকরে, আপনি আমায় পুরনো, ভুয়ো মামলায় গ্রেফতার করেছেন এবং আমার কাছে ক্ষমাও চাননি।
আরও পড়ুনঃ ‘দেখবি জ্বলবি,লুচির মত ফুলবি’ ঘাটালে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বললেন শুভেন্দু
খেলা তো সবে শুরু। আমি প্রত্যেকটি আঞ্চলিক ভাষায় রিপাবলিক টিভি চ্যানেল লঞ্চ করব। জেলের ভিতর থেকেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও নিজের উপস্থিতির জানান দেব। আর আপনি কিচ্ছু করতে পারবেন না!” সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়ে এরপর ‘জয় মহারাষ্ট্র’ স্লোগান দিয়েই নিজের বক্তব্য শেষ করেন অর্ণব গোস্বামী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584