সুদীপ পাল,বর্ধমানঃ
গত ৪ মার্চ আসানসোলে অন্ডাল থেকে চেন্নাই ও মুম্বাই বিমান পরিষেবার প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন আসানসোলের বিদায়ী সাংসদ বাবুল সুপ্রিয়।
স্পাইসজেট বিমান সংস্থার কর্তা দেবাশীষ সাহা সহ স্পাইস জেটের অন্যান্য কর্মকর্তারা সেদিন তাঁর সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কথা মতো শিল্পাঞ্চলের শিল্পদ্যোগীদের কথা মাথায় রেখে এয়ারলাইন্স স্পাইসজেট কম ভাড়ায় দুর্গাপুর-মুম্বাই রুটে প্রতিদিন বিমান পরিষেবা চালু করতে চলেছে।
আরও পড়ুনঃ কম খরচে বিমান যোগাযোগ
প্রতিদিন দুপুর ১ট ৫৫ মিনিটে স্পাইসজেটের বিমান মুম্বাই থেকে ছেড়ে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে আসবে বিকেল ৪টে ১০ মিনিটে।বিকেলে ৪টে ৫০ মিনিটে অন্ডাল থেকে ছেড়ে মুম্বাই পৌঁছবে সন্ধ্যা ৭টা ০৫ মিনিটে।উল্লেখ্য বর্তমানে অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লি এবং হায়দরাবাদ রুটে বিমান চালাচ্ছে এয়ার ইন্ডিয়া। এখন মুম্বাই বিমান চালু হলে শিল্পাঞ্চলে শিল্পের গতি আসবে একথা সবাই স্বীকার করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584