অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
আইপিএলে ব্যর্থ হলেও লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ঝড় তুললেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের এই তারকা অলরাউন্ডার মাত্র ১৪ বলে পঞ্চাশ করেছেন। যা টি-২০ ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম। এদিন অল্পের জন্য গেইল-যুবরাজের রেকর্ড ভাঙতে পারেননি রাসেল।
বৃষ্টির কারণে ৫ ওভারে নেমে আসে এই ম্যাচ। রাসেল ঝড়ে আগে ব্যাট করে ১ উইকেটে ৯৬ রান করে কলম্বো কিংস। গল গ্ল্যাডিয়েটরস ৯৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেম ২ উইকেটে ৬২ রান করতে সক্ষম হয়। কিংসরা জয় পায় ৩৪ রানে।
রাসেল ১৯ বলে অপরাজিত ৬৫ রান করেন। মারেন ৯টি বাউন্ডারি ও ৪টি ওভারবাউন্ডারি। অর্থাৎ ১৯ বলের মধ্যে ১৩ বলেই তিনি বাউন্ডারি বা ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন।
আরও পড়ুনঃ ফিলিপ্সের রেকর্ডে টি টোয়েন্টি সিরিজে জিতল কিউইরা
মহম্মদ আমিরের করা ইনিংসের প্রথম ওভারেই তিনটি বাউন্ডারি ও দুটি ওভারবাউন্ডারি হাঁকান আদ্রে রাসেল। দুই ওভার শেষেই কলম্বো কিংসের রান দাঁড়ায় ৫২/১। রাসেল তখন ১১ বলে ৪৪। মুখোমুখি হওয়া পরের বলে ওভারবাউন্ডারি হাঁকালে দ্রুততম ফিফটির কীর্তি ছোঁয়া হতো রাসেলের। তবে ক্যারিবিয়ান তারকা ছয়ের পরিবর্তে চার মারতে সক্ষম হন।
টি-২০ ক্রিকেটে সবচেয়ে দ্রুততম পঞ্চাশ ১২ বলে। ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল, যুবরাজ সিং ও আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইয়ের দখলে রয়েছে এই রেকর্ড। ১৩ বলে ৫০ করে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন ইংলিশ ক্রিকেটার মার্কাস ট্রেসকোথিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584