১৪ বলে ৫০! আইপিএলের আগে ক্যারিবিয়ান লীগে রেকর্ড গড়লেন রাসেল

0
63

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

ক্যারিবিয়ান লীগে ১৪ বলে অর্ধশত রান করে রেকর্ড গড়লেন ম্যাসেল রাসেল। শুক্রবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়ার বিরুদ্ধে ব্যাট করতে নেমে মাত্র ১৪ বলে তিনটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারির মাধ্যমে দ্রুততম ৫০ রান করেন। যার মধ্যে দুটি সিঙ্গল রান আছে। ১৭.১ তম ওভার রোভান পাওয়েল আউট হলে আন্দ্রে রাসেল ব্যাট করতে আসেন ওই ওভারে একটি বল খেলে একরান করেন।

Andre Russel
ছবি: সংগৃহীত

জ্যামাইকা দলের ঊনিশতম ওভারে আব্দুল ওহাবের ছয়টি বলে ২৯ রান করেন, যার মধ্যে চারটি ছয় একটি চার ও একটি সিঙ্গেল রান। মোট ২৯ রান যোগ করেন এবং দলের ২০ তম ওভারে ওবেদ ম্যাককয় ২০ রান করেন দুটি ছয় ও দুটি চার মারেন। টি টোয়েন্টিতে ১৪ বলে দ্রুততম অর্ধশত রান করেন কলকাতা নাইটসের ওভারসিজ খেলোয়াড় আন্দ্রে রাসেল।

আরও পড়ুনঃ ১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন সিআর সেভেনের

ক্যারিবিয়ান লিগের প্রথম ম্যাচে জামাইকা নির্ধারিত কুড়ি ওভারে ৫ উইকেটে ২৫৫ রান করেন জবাবে ব্যাট করতে নেমে সেন্ট লুসিয়া কিংস ১৩৫ রানে অলআউট হয়ে যায়। ১২০ রানে সেন্ট লুসিয়া কিংসকে পরাজিত করে জামাইকা। আর ম্যাসেল রাসেল ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here