নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ইতিমধ্যেই নিরক্ষরতা দূরীকরণ এবং ছোট ছোট ছেলেমেয়েদের স্কুলমুখী করার লক্ষ্যে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে শিক্ষা দফতরের উদ্যোগে রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি স্কুল গুলিকে ডিজিটাল পদ্ধতিতে আনা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা মজুরনাচা গ্রামে তৈরি করা হলো ডিজিটাল পদ্ধতিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র।
যেখানে খেলাধুলার জন্য তৈরি করা হয়েছে আলাদা কক্ষ, পড়াশোনার জন্য তৈরি করা হয়েছে আলাদা কক্ষ, পানীয় জল থেকে শুরু করে শৌচাগারের ব্যবস্থা, স্কুল চত্বর সাজিয়ে তোলা হয়েছে নানান সামগ্রী দিয়ে। স্কুলের দেওয়ালে আঁকা হয়েছে নানান ধরনের ছোট ছোট ছেলে মেয়েদের পছন্দের কার্টুন-এর চিত্র, এতে একদিকে যেমন খুশি হয়েছে এলাকার মানুষ, অপরদিকে বেড়েছে ছোট ছোট ছেলেমেয়েদের পড়াশোনার প্রতি আগ্রহ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584