রাস্তা হলেও জীর্ণ সেতু সংস্কারে উদাসীন,ক্ষোভ

0
37

সুদীপ পাল,বর্ধমানঃ

সেতু জীর্ণ।সেতুর দু’পাশে রাস্তা পাকা হচ্ছে। কিন্তু সেতুর মেরামত করা হচ্ছে না।কেন মেরামত করা হবে না এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখালেন বুদবুদের বিলাসপুর গ্রামের বাসিন্দারা।

Anger for Worn out condition of bridge
ক্ষোভ।ছবিঃপ্রতিবেদক

বিক্ষোভকারীরা বলছেন, বিলাসপুর থেকে সোঁয়াই যাওয়ার রাস্তা পাকা করার কাজ চলছে।রাস্তার মাঝে রয়েছে একটি জরাজীর্ণ সেতু। তাতে প্রায়ই দুর্ঘটনা ঘটে কিন্তু কোন ভাবেই এই সেতু সংস্কারের কোন উদ্যোগ নেই।

বুদবুদের দেবশালা গ্রাম থেকে সোঁয়াই পর্যন্ত ছয় কিলোমিটার রাস্তা মোরামের ছিল।প্রায় ষোলটি গ্রামের বাসিন্দারা এই পথে নিয়মিত যাতায়াত করেন।খুব সহজেই এই পথ ধরে পৌঁছে যাওয়া যায় পানাগড় শিল্পতালুকে। দীর্ঘদিন বাসিন্দারা দাবি করে আসছিলেন রাস্তাটি পাকা করা হোক।সেই দাবি মেনে গ্রামীণ সড়ক যোজনায় এই রাস্তা পাকা করার কাজ শুরু হয়েছে। আশি শতাংশ কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে।

বাসিন্দাদের অভিযোগ,কাজ প্রায় শেষের দিকে। এই রাস্তার উপর রয়েছে বিলাসপুর গ্রামের কাছে সেচ খালের উপরে থাকা একটি ছোট সেতু।সেতুর দুদিকে কোনো রেলিং নেই।বয়সের ভারেও জরাজীর্ণ। রাস্তার কাজ শেষ হতে চলল অথচ সেতু সংস্কারের উদ্যোগ নেই।

বাসিন্দাদের বক্তব্য,মাস দুয়েক আগে এই সেতু থেকে পড়ে একজনের মৃত্যু হয়। তাছাড়া গাড়িতে ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে।

আরও পড়ুনঃ আগুনে ভস্মীভূত বাসগৃহ,দেখা নেই দমকলের

দেবশালা পঞ্চায়েত প্রধান শ্যামল বক্সী বলেন,সেতুটি সেচ দপ্তর এর আওতায় রয়েছে। বিষয়টি জানানো হয়েছে। বাসিন্দারা বলছেন, জীর্ণ সেতু সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন।

সেচ দপ্তরের থেকে জানানো হয়েছে পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here