মহামারি পরিস্থিতিতে আনন্দ তেলতুমব্ডের গ্রেফতারিতে সরকারের অগ্রাধিকার ঘিরে উঠছে প্রশ্ন

0
39

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

মঙ্গলবার এলগার পরিসদ-মাওবাদী যোগসূত্রের অভিযোগে আত্মসমর্পণ করার পরেই দ্যা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সংক্ষেপে এনআইএ শিক্ষাবিদ ও সমাজকর্মী তথা ভারতের সংবিধানের রূপকার ডঃ বি আর আম্বেদকরের নাতজামাই আনন্দ তেলতুমব্ডে’কে গ্রেফতার করে।

এই গ্রেপ্তারের পর সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক সমাজকর্মী ও বিরোধী নেতারা করোনা অতিমারির মাঝে মোদি সরকারের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তোলেন।তাদের দাবি এখন সরকারের উচিত করোনা বিশ্ব মহামারি যা এক লক্ষের উপর প্রাণ কেড়ে নিয়েছে তার মোকাবেলায় নজর দেওয়া।তার উপর আজ যেখানে ভারতবাসী ভারতীয় সংবিধানের রূপকার ডঃ ভীমরাও আম্বেদকরের ১২৯তম জন্মদিবস স্মরণ করছে, সেই দিনেই ডঃ আম্বেদকরের  নাতজামাই-এর গ্রেফতারে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে।

সুপ্রিম কোর্টের নির্দেশের পর শিক্ষাবিদ তেলতুমব্ডে দক্ষিণ মুম্বাইয়ের কাম্বালা হিল এলাকায় অবস্থিত এনআইএ অফিসে আত্মসমর্পণ করেন। স্ত্রী রমা তেলতুমব্ডে ও শ্যালক তথা দলিত নেতা প্রকাশ আম্বেদকার তাঁকে সঙ্গ দেন।

গত ১৭ ই এপ্রিল ভারতের সর্বোচ্চ আদালত তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাঁকে এনআইএ’র কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়ায় তিনি আজ আত্মসমর্পণ করতে বাধ্য হন।

সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে বিশেষ করে যখন জানতে পারা যায় যে তিনি শ্বাসকষ্টের রোগী।

আরও ১০ ব্যক্তির সঙ্গে সঙ্গে শিক্ষাবিদ তেলতুমব্ডে’র বিরুদ্ধেও আনল্যফুল একটিভিটিস প্রিভেনশন অ্যাক্ট(Unlawful Activities Prevention Act) সংক্ষেপে ইউএপিএ ধারায় অভিযোগ আনা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা মাওবাদীদের সঙ্গে যোগসাজশ করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

এনআইএর কাছে আত্মসমর্পণের আগেই তিনি ভারতবাসীর উদ্দেশ্যে এক খোলা চিঠি লেখেন। যে চিঠিতে তিনি দাবি করেন বর্তমান সরকার ভারতবর্ষকে ধ্বংস করে দিয়েছে। (ফিচার ছবি সংগৃহীত)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here