তন্ময় মণ্ডল, কলকাতাঃ
মানবতাবাদের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশত জন্মবর্ষ উপলক্ষ্যে ছাত্র সংগঠন এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে ২০২০-র ১ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ‘অঙ্গীকার যাত্রা’র কর্মসূচী গ্রহণ করা হয়েছিল।
যাত্রাটি চলেছিল শিলিগুড়ি, কার্মাটার, বীরসিংহ হয়ে কলকাতা কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর মূর্তির পাদদেশ পর্যন্ত। ১ ফেব্রুয়ারি শিলিগুড়ি থেকে, ৪ ফেব্রুয়ারি বীরসিংহ থেকে এবং ৫ ফেব্রুয়ারী কার্মাটার থেকে শুরু হয়ে, আজ, ৭ ফেব্রুয়ারি কলকাতার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে এসে সমাপ্ত হয় এই কর্মসূচি।
সাম্প্রদায়িক বিদ্বেষের বাতাবরণ সৃষ্টির চক্রান্ত, ধর্মনিরপেক্ষতা, বৈজ্ঞানিক, গণতান্ত্রিক শিক্ষার অধিকারহনন ও নারী অবমাননার বিরুদ্ধে শপথ নিয়ে শুরু হয় এই ‘অঙ্গীকার যাত্রা’। যাত্রা সমাপনের ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইডিএসও-র সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সভাপতি এবং এদেশের বামপন্থী আন্দোলনের বিশিষ্ট জননেতা, এসইউসিআই(সি) দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ।
আরও পড়ুনঃ আদিবাসীদের শংসাপত্র বিতরণ
এআইডিএসও-র মতে, এই আরএসএস ও বিজেপি পরিচালিত সরকার বহু ধর্ম-ভাষা-জনজাতির মিলনে সমৃদ্ধ আমাদের দেশ এবং দেশের সাধারণ মানুষের চেতনা-বিচারবোধকে ধর্মের ভিত্তিতে বিভাজিত করতে চাইছে। তারা এই জঘন্য ষড়যন্ত্রের মাধ্যমে কোটি কোটি মানুষকে নাগরিক-পরিচয়হীন হিসাবে প্রতিপন্ন করে দেশ থেকে বিতাড়িত করতে চাইছে।
তাই ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের প্রতিবাদে প্রতিটি জেলা এবং প্রতিটি রাজ্যের দেশের ছাত্র-যুব-সাধারণ মানুষ সংগ্রামের জন্য প্রস্তুত হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584