নেতাজীর জন্মদিন পালন না হওয়ায় স্কুলে তালা দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা

0
47

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

২৩ জানুয়ারি নেতাজীর জন্মদিন পালন না হওয়ায় শালবনি স্কুলে তালা দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। শুক্রবার সকাল থেকে তালা লাগানো থাকায় স্কুলে এসে ভেতরে ঢুকতে পারেনি প্রধান শিক্ষক। ঝাড়গ্রাম ব্লকের শালবনি নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনায় শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সকলেই।

বিক্ষোভ। নিজস্ব চিত্র

স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৩২ জন। প্রধান শিক্ষক প্রশান্ত মণ্ডল এবং দু’জন শিক্ষিকা শাশ্বতী সিনহা চক্রবর্তী, মৌমিতা মাহাতো। তারমধ্যে শিক্ষিকা মৌমিতা মাহাতো বর্তমানে ছুটিতে আছেন। দু’জন শিক্ষক-শিক্ষিকা মিলে এখন স্কুল চালান। কিন্তু গতকাল তো এবং আজও স্কুলে আসেননি শিক্ষিকা শাশ্বতী সিনহা চক্রবর্তী। এদিন স্কুলে এসেছিলেন শুধুমাত্র প্রধান শিক্ষক।

নিজস্ব চিত্র

গ্রামবাসীদের বক্তব্য,‘এনারা কি শিক্ষা দেবেন ছোট ছোট পড়ুয়াদের? স্কুলে নেতাজীর জন্মদিন পালন করল না? তাই বাধ্য হয়ে আমরা স্কুলে তালা লাগিয়ে দিয়েছি। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে কড়া শাস্তি দিতে হবে প্রশাসনকে।’ ‘ক্ষমা’ চেয়েও নিলেও সমস্যার সমাধান হয়নি। দুপুর পর্যন্ত কোন দরজা খোলা হয়নি। দুপুরে অবর বিদ্যালয় পরিদর্শক স্কুলে এসে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে গ্রামবাসীরা দরজার তালা খুলে দেন। ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান বীরবাহা সোরেন টুডু বলেন,‘নেতাজির জন্মদিন কেন পালন করেননি, তাই প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here