নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ছবি আঁকার নেশা ছোট থেকেই। আপন খেয়ালেই ক্যানভাসে ফুটিয়ে তোলে চোখ ধাঁধানো একের পর এক ছবি। এবার প্রথাগত ছবি আঁকার বাইরে গিয়ে একটু অন্যভাবে ছবি আঁকার চেষ্টা করছে সে।
কখনো লাউ বীজ,কখনো ধান,কখনো বাঁশ পাতা, পায়রার পালক, কখনও বা ডিমের খোলার উপর বিভিন্ন ধরনের ছবি এঁকে তাক লাগিয়েছে। চন্দ্রকোনা রোডের দুর্লভগঞ্জের অনিকেত রাইয়ের এই অভিনব সৃষ্টি সকলের প্রশংসা কুড়ােচ্ছে ।
লকডাউন পর্যায়ে সকলের মত গৃহবন্দি অনিকেতও। আর এই সময় লাউ বীজের উপর আঁকা দর্শনীয় একটি গণেশ মূর্তি সকলের মন জয় করেছে। বাঁশ পাতায় রঙিন তুলির সাহায্যে ফুটিয়ে তুলেছে বুদ্ধদেবের মূর্তি। আবার কখনো পাখির পালকে চিত্রিত করেছে এক নৃত্যরতা মহিলার ছবি। অনিকেত এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে সব মুখ্যমন্ত্রী পেলেন বলার সুযোগ
সে চন্দ্রকোনা রোডের সারদাময়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বাবা মৃণাল রাই সরকারি কর্মচারী এবং মা লিপিকা রাই গৃহবধূ। ছেলের এই অভিনব সৃষ্টিতে খুশি তার বাবা-মাও। ছবি আঁকা ছাড়াও অনিকেতের নেশা রয়েছে ফটোগ্রাফির ওপরেও।
অনিকেতের কথায় লকডাউন চলছে তাই এই সময় গৃহবন্দি থেকে অনেক বেশি করে ছবি আঁকতে পারছি, আর সকলেই যেন লকডাউনের বিধি ও স্বাস্থ্যবিধি মেনে চলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584