ধানের উপর ছবি এঁকে রেকর্ড চন্দ্রকোনা রোডের অনিকেত

0
264

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

প্রত্যন্ত গ্রামের ছেলে ধানের উপর খালি চোখে মাইক্রো আর্ট পদ্ধতিতে গুণীজন থেকে শুরু করে মনীষীদের ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে জায়গা করে নিল।

Jagannath dev | newsfront.co
সৃষ্টি। নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের একাদশ শ্রেণীর ছাত্র অনিকেত রায়। বাবা মায়ের একমাত্র সন্তান। লেখাপড়ার সাথে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ছবি আঁকার।

Aniket Ray | newsfront.co
অনিকেত রায়। নিজস্ব চিত্র

বাবা-মায়ের প্রথমে তাতে ইচ্ছে না থাকলেও ছেলের জেদের কাছে হার মানল তারা,কারণ ছেলের ছবি আঁকার উপর জেদ দেখে। ধীরে ধীরে গ্রামের অনুষ্ঠান থেকে জেলা সব জায়গাতেই প্রশংসা কুড়িয়েছে অনিকেত। বর্তমানে অনিকেত ধানের উপর ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে জায়গা করে নিয়েছে।

Certificate | newsfront.co
শংসাপত্র। নিজস্ব চিত্র

অনিকেত জানায় ছোটবেলা থেকেই তাঁর আগ্রহ ছিল বড় হয়ে সে একজন হয়ে উঠবে। বর্তমানে অনিকেতের এই সাফল্যে খুশি তার পরিবারের সদস্য থেকে শুরু করে পরিজনেরা।

আরও পড়ুনঃ কোচবিহার রাজবাড়ি হাউজিংয়ে পুজোর সূচনা

এখন তার একটাই ইচ্ছে আরও ভালো করে প্রধানমন্ত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি এঁকে তাদের তুলে দিতে চায়। অনিকেতের বাবা আর অনিকেতের মায়ের একটাই দাবি ছেলে বড় হয়ে মানুষের মত মানুষ হোক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here