ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
রাফাল কেলেঙ্কারি নিয়ে আবারও সরগরম রাজনৈতিক পরিস্থিতি । সামনে এল চাঞ্চল্যকর তথ্য। শনিবার “লে মন্ডে”নামে এক ফরাসি পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হচ্ছে রাফাল চুক্তি স্বাক্ষরের ৬ মাসের মধ্যে ফরাসি সরকার তাদের দেশে টেলিকম ব্যবসা চালনার ক্ষেত্রে অনিল আম্বানিকে মোটা অংকের বাণিজ্যিক কর মুকুব করে দেয়।
উল্লেখিত ওই পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী,২০০৭ – ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সে অনিল আম্বানির টেলিকম সংস্থা “রিলায়েন্স আটলান্টিক ফ্ল্যাগ ফ্রান্স ” যা ব্যবসা করেছিল তার জন্য ফরাসি সরকার ১৫১ মিলিয়ন ইউরোর কর হিসাবে ধার্য্য করে।পরে আম্বানির টেলিকম সংস্থা এবং ফরাসি সরকারের মধ্যে আপস আলোচনা সাপেক্ষে ৭.৬ মিলিয়ন ইউরোর কর গ্রহণে রাজি হয় ফরাসি সরকার।সেই অনুযায়ী ফরাসি সরকার আম্বানির কাছ থেকে ২০১৫ সালের ২২ অক্টোবর ৭.৩ মিলিয়ন ইউরো কর গ্রহণ করেছে।
কিন্তু প্রশ্ন হলো দু পক্ষের মধ্যে কী এমন মীমাংসা হয়ে ছিল যাতে ফরাসি সরকার অনিল আম্বানিকে ১৪৩.৭ মিলিয়ন ইউরো এর বিপুল পরিমাণ কর ছাড় দিয়েছিল?
ঠিক ওই সময় ভারতের অভ্যন্তরীণ রাজনীতি সরগরম হয়ে ওঠে ২০১৫-এর এপ্রিলে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সে গিয়ে ঘোষণা করেছিলেন ফ্রান্সের ডসাল্ট এভিয়েশন সংস্থা থেকে ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কিনতে চায় ভারত সরকার।
ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর রাফাল চুক্তি স্বাক্ষরিত হওয়ার দু’সপ্তাহ আগে ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন অনিল আম্বানি।এর পরই নানা রকম প্রশ্ন উঠতে থাকে।
সংবাদপত্রে প্রকাশিত সময় অনুযায়ী রাফাল চুক্তি স্বাক্ষরের ৬ মাসের মধ্যেই ফরাসি সরকার সে দেশের টেলিকম বাণিজ্যের ক্ষেত্রে অনিল আম্বানিকে ওই বিপুল পরিমাণ কর ছাড় দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584