নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি। সর্বকালের সেরা ম্যাচ উইনার। তিনি অনিল কুম্বলে। যার নামে সকল নামি ব্যাটসম্যানরা কাঁপতো সেই কুম্বলে বলছেন তিনি সেরা কারণ সচিন, সৌরভদের মতো তারকারা দলে ছিল। তাঁদের বল করতে হয়নি ম্যাচে। তাঁর কথায়, আমি ভাগ্যবান।
কারণ সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সহবাগের মতো ব্যাটসম্যানদের আমি নেটে বল করেছি। ম্যাচের আগের দিন আমাকে ভাবতে হয়নি যে পরের দিন এদের বিরুদ্ধে আমাকে বল করতে হবে।
আরও পড়ুনঃ ধোনি-রোহিত দিয়ে শুরু আইপিএল, নাইটদের প্রথম প্রতিপক্ষ বিরাট
এছাড়া ৬১৯ টেস্টে উইকেটের মালিক জানান তার ব্রায়ান লারাকে বল করাই সব চেয়ে কঠিন মনে হয়েছে। লারাকে নিয়ে জাম্বোর উপলব্ধি, অনেক ব্যাটসম্যানই ছিলেন যাঁদের বিরুদ্ধে বল করতে সমস্যায় পড়তে হত। তবে সব চেয়ে বেশি সমস্যায় পড়তাম লারাকে বল করার সময়ে। কারণ প্রতিটি ডেলিভারি খেলার জন্য লারার হাতে চার রকমের শট ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584