নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
পথ কুকুরকে নৃশংস ভাবে মারধরের অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর পুরসভার ডিবি রোডপাড়া এলাকায়। ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছে পশুপ্রেমীরা।
ঘটনার পরে আহত কুকুরটির চিকিৎসা করার পাশাপাশি অভিযুক্ত ব্যবসায়ীর শাস্তির দাবি জানিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলো পশুপ্রেমীরা।ইতিমধ্যে ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন পশুপ্রেমীরা। অবিলম্বে অভিযুক্তের শাস্তি না হলে আগামীতে কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীর দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন পশুপ্রেমীরা ৷
স্থানীয় সূত্রের খবর মঙ্গলবার দুপুর ১১টা নাগাদ একটি কুকুর স্থানীয় কিশোর দাস নামে এক ব্যবসায়ীর দোকানের সামনে গেলে ওই ব্যবসায়ী লাঠি দিয়ে নৃশংস ভাবে মারধর করে কুকুরটিকে বলে অভিযোগ। ঘটনায় ফেটে যায় কুকুরটির মুখ।
আরও পড়ুনঃ কুলতলিতে রাস্তার ওপর বাঘ! আতঙ্কিত এলাকাবাসী
ঘটনাটি স্থানীয় ও যুবকের পরিবারের লোকজনদের নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।ঘটনার পরে ওই ব্যবসায়ীকে প্রশ্ন করা হলে আগামীতে কুকুরটিকে প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ।
ঘটনার পরে আহত কুকুরটির চিকিৎসা করার পাশাপাশি অভিযুক্ত ব্যবসায়ীর শাস্তির দাবিতে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পশুপ্রেমীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584