আমেরিকায় কৃষ্ণাঙ্গ হত্যা নিয়ে নীরব কেন রাজ্য প্রশ্ন অনিন্দ্যর

0
86

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের অভিনব প্রহারের বিরুদ্ধে সরব অভিনেতা, ধিক্কারের তীর বুদ্ধিজীবীদের দিকে। ২৫ মে আমেরিকায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুতে উত্তপ্ত আমেরিকা। কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের অন্যায় এবং অভিনব প্রহারের বিরুদ্ধে গর্জে উঠেছে বলিউড তথা হলিউড তথা বিশ্ববাসী।

Anindya Pulak | newsfront.co
ফাইল চিত্র

আজও পৃথিবীর বুকে এমন ঘটনা ঘটে! এ কোন যুগে পড়ে আছে মানবজাতি? আমেরিকায় ঘটে যাওয়া ওই নৃশংস ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন এ দেশের তথা বাংলার অভিনেতা-পরিচালক অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়। একটি প্রতিবাদী কবিতাও লিখেছেন তিনি। নাম ‘ট্রোজান হর্স- এইট মিনিটস ফর্টি সিক্স সেকেন্ডস’।

২৫ মে মিনেপলিশ পুলিশ ডিপার্টমেন্টের অফিসার ডেরেক শভিন প্রায় ৮ মিনিট ৪৬ সেকেন্ড ধরে জর্জ ফ্লয়েডের ঘাড় পা দিয়ে চেপে ধরে রাখেন। আর তাতেই মৃত্যু হয় তাঁর। এরপরই ভিডিওটি ভাইরাল হয়। আর তাতে গর্জে ওঠে বিশ্ববাসী।

আরও পড়ুনঃ বিধাননগরের ‘এ’ কনটেনমেন্ট জোনের তালিকায় ১৮টি ওয়ার্ড

অনিন্দ্য পুলকের মতে, “একমাত্র আমাদের রাজ্যের মানুষ যারা মেতে আছে কেবলই আমপান এবং করোনা নিয়ে। তাদের হুশই নেই যে পৃথিবীর বুকে ঘটে গেল এমন এক পাশবিক ঘটনা! এ রাজ্যের বুদ্ধিজীবীরা গেলেন কোথায়? তাঁদের কলম কি খোয়া গেছে? তাঁদের মুখে টু শব্দটি নেই কেন?” এই বক্তব্যে বাংলার বুদ্ধিজীবীদের ধিক্কার জানালেন তিনি।

অনিন্দ্য আরও বলেন, যে ঘটনা আমেরিকায় ঘটল তাতে মনে হচ্ছে আমরা ৭০ বছর পিছিয়ে আছি। আমেরিকা একটি ফ্রিল্যান্ড। সেখানে যেকোনও জাতির মানুষ বসবাস করতে পারে। সেখানে দাঁড়িয়ে এরকম ঘটনা ঘটে কী ভাবে! কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের হাতে বরাবরই পীড়িত হন। কিন্তু ২০২০ তেও? মানা যায় না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here