নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
আমতার ছাত্রনেতা আনিস খান হত্যার ঘটনার পর কেটে গিয়েছে ১৬ দিন কিন্তু রহস্য উন্মোচন হয়নি এখনো। সোমবার ফের সিট-এর আধিকারিকরা যান আনিসের বাড়িতে। এদিন আনিসের দাদা স্থানীয় তৃণমূল নেতা শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পুলিশের কাছে।
এদিন আনিসের বাড়িতে সিটের তদন্তকারীদের সঙ্গে যান বিচারক ও ফরেনসিক বিশেষজ্ঞরা। এবং কোন একটি নোটিস তাঁরা আনিসের বাবাকে দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে আনিস মৃত্যুর রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি। আনিসের পরিবার এখনো অনড় সিবিআই তদন্তের দাবিতে।
আরও পড়ুনঃ মালদায় পুরসভা ভোটে ছাপ্পার অভিযোগের মামলায় রাখতে হবে সিসিটিভি ফুটেজঃ হাইকোর্ট
এদিন আনিসের বাবা জানিয়েছেন বেশ কিছু বিষয়ে তাঁরা এখনো অন্ধকারে। তাঁর অভিযোগ ময়নাতদন্তের রিপোর্ট তাঁরা পাননি। ভিডিও রেকর্ডিং এর বিষয়েও কিছুই জানেন না তাঁরা। কোন নথি চাইলেই তাঁদের বলা হচ্ছে কোর্টে যেতে। আনিসের বাবা সালাম খান স্পষ্টই জানিয়েছেন যে সিট-এর তদন্তে তাঁরা সন্তুষ্ট নন, সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584