নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বিগত দিনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আন্দোলনের সময় এই আনিসুর রহমান হিরো হিসেবে পরিচিত ছিল বর্তমান শাসক দলের কাছে।
তৃণমূল সূত্রের খবর বিগত দিনে বাম আমলের সময় তখনকার সময়ের বিরোধী নেত্রী তথা বর্তমান সময়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকার নিহতদের পরিবারের সাথে দেখা করতে পারছিলেন না,তখন নাকি এই আনিসুর রহমান তাঁর নিজের বাইকে চাপিয়ে নন্দীগ্রামে ঢুকে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করিয়েছিলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় তথা তখনকার বিরোধী নেত্রীর,কিন্তু পরবর্তীকালে রাজ্য রাজনীতিতে ক্ষমতার পরিবর্তন হলে পূর্ব মেদিনীপুর জেলা ধীরে ধীরে অধিকারী-গড় বলে সুপরিচিত হয়ে ওঠে।
যেহেতু আনিসুর রহমানের পুরনো দিনের কর্মী ছিল,সেই পরিচিতিতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পুর নির্বাচনে জিতে দলীয় নির্দেশকে একপ্রকার অমান্য করে বাকি নির্বাচিত সমর্থনে পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান পদ ছিনিয়ে নেন তিনি,তখনকার সময় থেকেই আনিসুর রহমান ছিল মুকুল রায়ের প্রতি ঘনিষ্ঠ,এর পর থেকেই কাকতালীয় ভাবে বিভিন্ন মামলা শুরু হয় তার উপর ,জেলেও যেতে হয় আনিসুর রহমানকে,ফলে চেয়ারম্যানের পদও হারান তিনি,পরে অবশ্য আদালতের নির্দেশে পুনরায় নিজের পদ ফিরে পান আনিসুর রহমান কিন্তু আবার তাঁকে এক মহিলার সঙ্গে সম্পর্কের জেরে গ্রেপ্তার হতে হয় তাঁকে,এর পরেই মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করে সে।
আরও পড়ুন: উজ্জ্বলের গ্রেফতারে অঙ্গুলিহেলনের অভিযোগ
কিন্তু তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও বর্তমানে তিনি জামিনে মুক্ত ছিলেন,গতকাল সেই আনিসুর রহমানকে পুনরায় দমদম এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে জেলা পুলিশ,তবে কী কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তাও স্পষ্ট করেনি জেলা পুলিশ সুপার ডি সলোমন নেসাকুমার,তবে কাঁথিতে অমিত শাহের সভাকে কেন্দ্র করে যে ঝামেলার ঘটনা ঘটেছে সেই ঘটনায় বিজেপির অন্যান্য নেতাদের সঙ্গে আনিসুর রহমানের নামে অভিযোগ দায়ের করা হয় তৃণমূলের পক্ষ থেকে,এর পর থেকেই জেলা পুলিশের হন্তদন্ত হয়ে খুঁজছিলেন আনিসুর রহমানকে এমনকি তাঁর পাঁশকুড়ার নিজ বাড়িতে পুলিশি তল্লাশি চলে বলে স্থানীয় সূত্রের খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584