নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শাহের খুনের মামলায় রাজ্য সরকারের আবেদনে তমলুক আদালতের নির্দেশে জেল থেকে ছাড়া পাওয়ার দেড় ঘণ্টার মধ্যে হাইকোর্টের নির্দেশে তৃণমূল নেতা আনিসুর রহমানকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার বিকেলে কোলাঘাট থেকে তাঁকে গ্রেফতার করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। তাঁকে তমলুক নিয়ে আসা হয়েছে।
প্রসঙ্গত গত ২৬ শে ফেব্রুয়ারি তৃণমূল নেতা কুরবান শাহর খুনে অভিযুক্ত আনিসুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ দেয় রাজ্য সরকার। সেই অনুসারে তমলুক আদালতে মামলা প্রত্যাহারের আবেদন জানান সরকারি আইনজীবী। রাজ্য সরকারের সেই আবেদন গ্রহণ করে আনিসুরকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় তমলুক আদালত।
আরও পড়ুনঃ ধাক্কা খেল রাজ্য সরকার! আনিসুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ‘না’ হাইকোর্টের
শারীরিক অসুস্থতার জন্য তমলুক জেলা হাসপাতালে ভর্তি ছিলেন আনিসুর। মঙ্গলবার সেখান থেকে মুক্তি পান তিনি। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশে পুনরায় তাকে গ্রেফতার করা হয় জানিয়ে শুরু হয়েছে চাপানউতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584