নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ফেসবুক ইন্ডিয়ার পলিসি হেড আঁখি দাস ক্ষমা চাইলেন, নিজের ফেসবুক পেজে মুসলিম বিরোধী পোস্ট করার কারণে। আঁখি দাস নিজের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন যার মূল বক্তব্য ছিল,’মুসলিমরা অবক্ষয় হওয়া একটি সম্প্রদায়, যাদের কাছে ধর্ম এবং শরিয়ত ছাড়া আর কিছুরই গুরুত্ব নেই।’
বাজফিডেরও প্রণব দীক্ষিত পোস্টটি রিপোর্ট করেন। মূল পোস্টটি লেখেন এক প্রাক্তন পুলিশ আধিকারিক তাঁর নিজের ফেসবুক প্রোফাইলে। সিএএ বিরোধী প্রতিবাদ প্রসঙ্গে তিনি এটি পোস্ট করেছিলেন। ২০১৯-এ ওই সময়েই নিজের ফেসবুক পেজে ওই পোস্টটি শেয়ার করেন শ্রীমতী আঁখি দাস।
এই তথ্য সামনে আসার পর আঁখি দাস তাঁর মুসলিম সহকর্মীদের কাছে ক্ষমা চেয়ে লিখেছেন,” আমি আন্তরিক ভাবে ক্ষমা চাইছি আমার সব মুসলিম সহকর্মীদের কাছে। ওই পোস্টের মাধ্যমে আমি মুসলিমদের আঘাত করতে চাইনি, নারীবাদ এবং সমাজ চেতনার প্রতি আমার ব্যক্তিগত দৃঢ় বিশ্বাসের কারণে এটি আমি শেয়ার করেছিলাম।”
আরও পড়ুনঃ নিট-জেইই পরীক্ষা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে কাল পথে নামছে কংগ্রেস
আঁখি দাসের ক্ষমা প্রার্থনার উত্তরে বহু ফেসবুক কর্মী তাঁদের মতামত লিখেছেন। ফেসবুকের এক কর্মী লিখেছেন, ” একটি প্রতিষ্ঠান হিসেবে আমাদের স্পষ্ট অবস্থান নেওয়ার সময় এসেছে, হেট স্পিচ এবং ইসলামফোবিয়া সম্পর্কে আমাদের স্বচ্ছ বিরোধিতা থাকা উচিত।
আমাদের প্ল্যাটফর্মেটি রাজার মত প্রভাবশালী ব্যক্তির হেট স্পিচ, মুসলিম বিরোধিতা , সাম্প্রদায়িক বিদ্বেষ মূলক মন্তব্যের বিরোধিতার প্রশ্নে বিষয়টি স্পষ্ট হওয়া এবং স্বচ্ছ হওয়া প্রয়োজন। অপেক্ষাকৃত দুর্বল শ্রেণীকে রক্ষা করার জন্য আমাদের আরও কাজ করতে হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584