অস্ট্রেলিয়ান ওপেনে ভারতের নতুন আশা অঙ্কিতা

0
64

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

আগামীকাল শুরু অস্ট্রেলিয়ান ওপেন। ভারতে পুরুষদের সিঙ্গলসে সুমিত নাগাল কিংবা ডবলসে রোহন বোপান্না, দ্বিজ শরণের পাশাপাশি মহিলাদের ডবলসে আরেক টেনিস খেলোয়াড়ের দিকে নজর থাকবে। একই সঙ্গে যুক্ত হলেন নতুন তারকা অঙ্কিত রায়না।

Ankita Rayna | newsfront.co

পঞ্চম ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে অঙ্কিতা অস্ট্রেলীয় ওপেনের ডবলস খেলার ছা়ড়পত্র পেলেন। অঙ্কিতার আগে ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে কোনও গ্র্যান্ড স্লামের মূলপর্বে খেলার নজির রয়েছে নিরুপমা মানকড়, শিখা ওবেরয়, সানিয়া মির্জা ও নিরুপমা বৈদ্যনাথনের।

নিরুপমা ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন খেলেছিলেন। ১৯৭১ সালে আনন্দ অমৃতরাজের সঙ্গে জুটি বেঁধে উইম্বলডন মিক্সড ডাবলস খেলেন নিরুপমা মানকড়। ২০০৪ সালে ইউ এস ওপেনের দ্বিতীয় রাউন্ড অবধি পৌঁছেছিলেন শিখা ওবেরয়।

আরও পড়ুনঃ মনবীর মন কেড়েছে হাবাসের

এছাড়া সিঙ্গলসে গ্র্যান্ড স্লাম জয়ের কৃতিত্ব না থাকলেও ডাবলসে ছটি গ্র্যান্ড স্লাম জিতেছেন সানিয়া মির্জা। সানিয়ার পর অঙ্কিতাই দ্বিতীয় ভারতীয় যিনি কোনও গ্র্যান্ড স্লামে ডবলসে নামবেন। সিঙ্গলসে খেলার ছাড়পত্র আদায় করতে না পারলেও অঙ্কিতা অস্ট্রেলিয়ান ওপেনের ডবলসে নামবেন রোমানিয়ার মিশেলা বুজারনেকুর সঙ্গে জুটি বেঁধে।

আরও পড়ুনঃ ২০ ফেব্রুয়ারি শুরু বিজয় হাজারে, সহজ গ্রুপে বাংলা

ভারতীয় দলের হয়ে তিনি ডবলসে খেলতে নামবেন সেই বিষয়ে খুশি অঙ্কিতা জানান, “ভারতের হয়ে খেলতে নামবো সেই বিষয়ে খুব খুশি সিনিয়রদের আশীর্বাদ পেয়ে এই জায়গায় গেলাম এবার সেই পারফরমেন্সটা ধরে রাখতে চাইবো। এরপরে সিঙ্গেলসে ভালো করার চেষ্টা করবো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here