করোনার থাবা এবার অন্নপ্রাশনেও, মেয়ের অন্নপ্রাশনের অনুষ্টান বাতিল রায়গঞ্জের দম্পতির

0
65

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

করোনা ভাইরাসের আতঙ্কের জেরে একমাত্র কন্যার অন্নপ্রাশনের অনুষ্ঠান বাতিল করল রায়গঞ্জের দম্পতি। আগামী ২৯ মার্চ এই অনুষ্ঠানটি রায়গঞ্জ শহর সংলগ্ন পদ্মপুকুর এলাকায় থাকা শান্তনু ঘোষ এবং সানন্দা শ্যাম ঘোষের বাড়িতে হওয়ার কথা ছিল।

কিন্তু করোনা যেভাবে মানুষের মধ্যে সংক্রমণ সংক্রান্ত নানান ঘটনা ঘটছে। তা জানতে পেরেই জমায়েত এড়াতে দ্রুত এই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেয় এই দম্পতি। এই ভাইরাসের প্রকোপ কেটে গেলে পরবর্তীতে এই অনুষ্ঠান করবেন তারা। আগামী ২৯শে মার্চ ওই দম্পতির মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান করার কথা চিন্তা করেছিল পরিবারের লোকেরা। সে অনুযায়ী সমস্ত আয়োজন মোটামুটি ভাবে শেষ করেছিল তারা। বিলি করা হয়েছিল আমন্ত্রণ পত্র। প্রায় ৬০০ মানুষকে নিমন্ত্রণ করেছেন ওই দম্পতি।

annaprasana program cancelled for coronavirus in raiganj | newsfront.co
শিশুকন্যা কোলে ঘোষ দম্পতি। নিজস্ব চিত্র

ধুমধাম করে প্রথম কন্যার মুখে ভাতের অনুষ্ঠান সাড়তে প্রচন্ড রকম উৎসাহিত ছিলেন তারা। এরই মাঝে করোনা ভাইরাসের প্রকোপ বিশ্বজুড়ে ধরা পড়ার পর জমায়েতের মাধ্যমে সংক্রমনের ঘটনা যাতে না হয় তা নিশ্চিত করতে গতকালই এই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেন ওই দম্পতি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা ওই দম্পতির বাড়িতে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসছিলেন তাদেরকেও ফোনে এই অনুষ্ঠান বাতিল হওয়ার কথা জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ করোনা নিয়ে সচেতনতার প্রচারে নামার সিদ্ধান্ত ফরওয়ার্ড ব্লকের

ওই দম্পতির দাবী করোনা ভাইরাস প্রচুর পরিমাণ মানুষ একত্রিত হলে সংক্রমণ হতে পারে। রাজ্য এবং কেন্দ্র সরকার বারবার করে এই কথা প্রচার করছে। এরপরই বিষয়টি জানতে পেরে সমস্ত অনুষ্ঠান তারা বাতিল করে দিয়েছেন। আগামীতে এই ভাইরাসের সংক্রমনের ঘটনা কমে যাওয়ার পর নতুন করে এই অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করবেন তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here