অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অন্নপ্রাশন অনুষ্ঠান

0
324

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানার গড়কিল্লা ভারতীয় প্রাইমারি বিদ্যালয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পুষ্টির জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অন্নপ্রাশন অনুষ্ঠান আয়োজন করেন তমলুক ব্লক আধিকারিকেরা।

annaprasana program in annogri center | newsfront.co
নিজস্ব চিত্র

আজ পাঁচ শিশুর মুখে শিশুর পুষ্টিকর খাদ্য তুলে দেন তমলুক ব্লকের বিডিও গোবিন্দ দাস,নিলকুণ্ঠ্যা অঞ্চলের প্রধান অশোক পাইক,গ্রাম পঞ্চায়েত সদস্য বর্ণালী আদক, ও এলাকার সমাজসেবী ময়ূখ আদক প্রমূখ।ওই শিশুদের পুরস্কার তুলে দেন।

উপহার দেওয়া হচ্ছে শিশুদের।নিজস্ব চিত্র

এই অনুষ্ঠানকে ঘিরে চলেন নাচ,গান সাংস্কৃতিক অনুষ্ঠান।ছোট্ট শিশু মনালী বেরা মা কবিতা দেবী বলেন,”এরূপ আয়োজনে আমরা খুব আনন্দিত। কারণ ছোট ছোট শিশুদের নিয়ে এমন অনুষ্ঠান কোনদিন দেখা যায় না।”

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নতুন মায়েদের সাধ ভক্ষণ ও নবজাতকদের অন্নপ্রাশন উৎসব

নিজস্ব চিত্র

আরেক শিশু সানভী সামন্তর মা সুমনা দেবী বলেন “কোন দিন ভাবিনি যে আমার সন্তান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিডিও সাহেবের হাতে প্রথম অন্ন গ্রহণ করবে।আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে।” সব মিলিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অন্নপ্রাশন অনুষ্ঠানেকে ঘিরে শিশুদের সাথে অভিভাবকদেরও উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ার মতন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here