নিউজফ্রন্ট ব্যুরোঃ
অধ্যাপকদের অবসরের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত মুখ্যমন্ত্রীর ঘোষণা নিয়ে জল্পনা কাটলো ।চলতি বছরের ১লা জানুয়ারি থেকেই কার্যকরী হচ্ছে অধ্যাপকদের অবসরের বর্ধিত মেয়াদ ।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নজরুল মঞ্চে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন যে কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপকদের অবসর গ্রহণের মেয়াদ ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করা হবে । এরপর অবশ্য মুখ্যমন্ত্রীর ঘোষণাকে কেন্দ্র করে অনেক জল্পনা শুরু হয়েছিল । এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি কার্যকরী হতে চলেছে চলতি বছরেই । একই সাথে উপাচার্যদের অবসর গ্রহণের মেয়াদ বাড়িয়ে ৬৫ থেকে ৭০ করা হল।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়ায় রাজ্যের স্কুল শিক্ষকেরাও অবসরের বয়স বৃদ্ধির দাবি তুলে সর্ব। দাবি তাদেরও অবসরের বয়সসীমা ৬৫ করতে হবে। তবে শিক্ষা মহলের একাংশ মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পরিপন্থী। তাদের দাবি অবসরের বয়সসীমা বৃদ্ধি বেকার সমস্যাকে তরান্বিত করবে।তবে ঘোষণাকে কার্যকর করার সিদ্ধান্তে আশায় বুক বাঁধছেন স্কুলের শিক্ষকেরাও।
(নিউজ সূত্র- জি ২৪ ঘন্টা)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584