একসঙ্গে তিন প্ল্যাটফর্মে ট্রেন, হুড়োহুড়ি, একমাত্র ফুটব্রীজে পদপিষ্ট হয়ে মৃত দুই

0
97

ওয়েবডেস্কঃ

একসঙ্গে তিনটি প্ল্যাটফর্মে ট্রেন, হুড়োহুড়ি, একমাত্র ফুটব্রীজে পদপিষ্ট হয়ে মৃত ২ ,আহত ১৪ জন  – ঘটনাস্থল হাওড়ার সাঁতরাগাছি স্টেশন।

পড়ে আছে জুতো

হাওড়ার সাঁতরাগাছি স্টেশনে একাধিক প্ল্যাটফর্ম থাকলেও ফুটব্রীজ একটিই। তার উপর আবার একসঙ্গে তিনটি ট্রেনের ঘোষণা। তাতেই একমাত্র ফুটব্রীজ দিয়ে প্ল্যাটফর্ম বদল করতে গিয়ে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।পদপ পদপিষ্ট হয়ে মৃত্যু হয় দুজন, আহত ১৪ জন।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছ’টা নাগাদ গুরুদেব এক্সপ্রেস, বিশাখাপত্তনমগামী একটি ট্রেন ও হাওড়া লোকাল প্রায় একই সঙ্গে ঢোকে সাঁতরাগাছি স্টেশনে। ৩টি ট্রেনের ঘোষণাও হয় প্রায় একই সঙ্গে। প্ল্যাটফর্ম চেঞ্জ করতে গিয়ে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তাতেই পদপিষ্টের ঘটনা ঘটে।

মৃত দু’জন হলেন  কালাকান্ত সিং (৩২), বাড়ি কোলাঘাট ও তাসের সর্দার (৫৪), বাড়ি মুর্শিদাবাদ।  এছাড়াও রেল সূত্র অনুযায়ী ঘটনায় আহতদের তালিকা নিম্নরূপ-অমরেন্দ্রনাথ দত্ত, শেখ রহুল আমিন,গৌরি হেম্রম, অর্ণ শাহ্, অক্সা শাহ্, অনিস সোম, শেখ এক্রামূল হক, শিল্পা ওঁরাও, হনুমত শাহ্, কিরণ শাহ্  আশিষ সাহা ও গৌর নিতাই সাহা।

ঘটনাস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনায় রেলকে দুষে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ ও আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here