নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
গর্ভপাতের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় ক্যাবিনেট। এখন থেকে ২০ সপ্তাহের জায়গায় ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করানো যাবে।
এ দিন ১৯৭১ সালের মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যামেন্ডমেন্ট বিলের সংশোধন করে ২০২০-র সংশোধিত প্রেগন্যান্সি অ্যামেন্ডমেন্ট বিল পাস করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে।
গর্ভপাত সুনিশ্চিত করার জন্য এবং নারীদের শরীরের ক্ষমতার কথা ভেবে গর্ভপাতের সময় নিরাপদ চার সপ্তাহ বাড়ানো হল— সাংবাদিক সম্মেলনে জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
তিনি আরও বলেন, ধর্ষিতা, প্রতিবন্ধী মহিলা ও নাবালিকা যারা হয়তো বুঝতে পারেননি যে তাঁরা অন্তঃসত্ত্বা, তাদের আইনে বদলের ফলে সুবিধে হবে। এর আগে অনেককে গর্ভপাতের জন্য ষষ্ঠ মাসে আদালতের শরণাপন্ন হতে হতো। এখন আর সেটার প্রয়োজন হবে না।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584