৬৫তম সমাবর্তন অনুষ্ঠান খড়্গপুর আইআইটিতে

0
44

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

annual convocation at kharagpur IIT | newsfront.co
নিজস্ব চিত্র

আজ খড়্গপুর আইআইটির ৬৫তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হয়েছে। এদিনের সমাবর্তনে ২৮০২ জন শিক্ষার্থীর হাতে ডিগ্রি প্রদান করা হয়। এরমধ্যে ৩৭২ জনকে পিএইচডি ডিগ্রি, ৩৪ জনকে এমএসসি,৬৭১ জনকে এমটেক,৩৫ জনকে এমসিপি, ১২৩ জনকে এমবিএ, ৫৩৫ জনকে বি টেক,৩৯ জনকে বি অর্ক ডিগ্রি প্রদান করা হয়।

annual convocation at kharagpur IIT | newsfront.co
নিজস্ব চিত্র

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক স্বর্ণপদক প্রাপকদের হাতে পদক তুলে দেন। এই প্রতিষ্ঠানের ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইন্ঞ্জিয়ারিং বিভাগের শিক্ষার্থী কৌস্তভ ব্রম্ভকে রাষ্ট্রপতি স্বর্ণপদক প্রদান করা হয় এবং আর্কিটেকচার এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের ছাত্রী কোশারাজু অখিলাকে ডা. বিধানচন্দ্র রায় স্মৃতি স্বর্ণপদক প্রদান করা হয়।

annual convocation at kharagpur IIT | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে জেলা তথ্য সংস্কৃতি দফতর আয়োজিত সঙ্গীত প্রতিযোগিতা

annual convocation at kharagpur IIT | newsfront.co
নিজস্ব চিত্র

অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী বলেন, এই শিক্ষা ব্যবস্থায় ভারতের নাগরিকদের সংস্কৃতি, মূল্যবোধের বিকাশ ঘটিয়ে, সুপ্ত গুনগুলি উদ্ঘাটিত করতে সহায়তা করবেই। অনুষ্ঠানের পরিচালনা করেন প্রতিষ্ঠানের অধিকর্তা শ্রীমান কুমার ভট্টাচার্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here