নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
প্রাক-প্রাথমিক বিদ্যালয়,প্রাথমিক বিদ্যালয় শুভদীপি বিদ্যামন্দিরের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল শুক্রবার।পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের সাঁতরাপুর প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয় শুভদীপি বিদ্যামন্দিরের ১৯তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস মান্না,রোহিণী হাইস্কুলের শিক্ষক,গবেষক এবং ওই এলাকার কৃতি সৌমেন বাগ।ছিলেন প্রাক্তন শিক্ষক বরেন্দ্রনাথ বাগ,হরেকৃষ্ণ জানা,শ্রীকান্ত মাইতি, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি জ্যোতিষ ভূঁঞ্যা সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।এইদিনের অনুষ্ঠান থেকে শিক্ষক-শিক্ষিকা এবং এলাকায় বিদ্যালয়ের উত্তরোত্তর বৃদ্ধির সহযোগী সকলের ভূয়সী প্রসংশা করেন তিনি।সব শেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানের মাধ্যমে এদিনের অনুষ্ঠান শেষ হয়।
আরও পড়ুন: অর্জুনী দেশবন্ধু বিদ্যাপীঠের প্লাটিনাম জুবিলি পূর্তি উৎসবের উদ্বোধন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584