অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
আগামী ২৪ ডিসেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা এই ভার্চুয়াল সভাটি তাৎপর্যপূর্ণ কারণ এখানেই আইপিএলের নতুন ২ দল নিয়ে আলোচনা হবে পরের আইপিএলে নরেন্দ্র মোদীর আহমেদাবাদ থেকে আসতে পারে আইপিএলের নতুন দল। অপর দলটি আসতে পারে লখনউ, কানপুর অথবা পুনে থেকে। বোর্ড সূত্রে খবর এগিয়ে রয়েছে পুনে।
আরও পড়ুনঃ টি-টোয়েন্টিতে ভারত ভালো ফল করবে আশাবাদী বিরাট
এছাড়া ২০২৮ সালের লস অ্যাঞ্জেলিস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভূক্তি নিয়ে আইসিসি বৈঠকে কি ভূমিকা হবে বোর্ডের আর ভারত থেকে কে করবেন প্রতিনিধিত্ব আইসিসির সভায় এমন একগুচ্ছ বিষয় আলোচনা হবে বোর্ডের সভায়।
শোনা যাচ্ছে, আদানি গ্রুপ ও সঞ্জীব গোয়েঙ্কার আরপিজি এই দুটো টিমের ফ্র্যাঞ্চাইজি কেনার ব্যাপারে আগ্রহও প্রকাশ করেছেন। আরপিজি এর আগে আইপিএলের দু’বছরের জন্য রাইজিং পুনে সুপারজায়েন্টসের মালিকও ছিল। সেই সঙ্গে আরও কিছু নামী সংস্থা আইপিএল টিম কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
আরও পড়ুনঃ সিএবিতে লক্ষ্মী
একই সঙ্গে এই সভাতেই ঠিক করা হবে ভারতের তিনজন জাতীয় নির্বাচক। বাংলার দেবাং গান্ধী-সহ শরণদীপ সিং, যতীন পরাঞ্জপেদের সময়সীমা শেষ তবুও করোনার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছেন। নতুন নির্বাচক হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে প্রাক্তন ভারতীয় পেস বোলার অজিত আগারকার।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে বোর্ডের প্রতিনিধিও। আগামী ৯ ডিসেম্বর সুপ্রিম কোর্ট রায় দেবে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ তাঁদের মেয়াদ শেষ হয়ে গেলেও কাজ করতে পারবেন কিনা! সৌরভদের পক্ষে রায় গেলে তো তারা বৈঠকে থাকবেনই না গেলেও শেষ বার্ষিক সাধারণ সভা তারাই চালাবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584