নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
রবিবার ফালাকাটায় প্রশিক্ষিত গ্রামীণ চিকিৎসক আরএমপিএ ফালাকাটা ব্লক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল সপ্তম বার্ষিক সাধারণ সভা।সভায় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
গ্রামীণ চিকিৎসকদের পেশায় সরকারি স্বীকৃতি আদায়ের লক্ষ্যে লাগাতার আন্দোলন করা।গ্রামীণ চিকিৎসকদের গুণগত মান উন্নত করা ও নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা।ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা।
আরও পড়ুনঃ মেদিনীপুরে এবিটিএ’র বার্ষিক সাধারণ সভা
হাসপাতালে স্বাস্থ্য কর্মী নিয়োগের অগ্রাধিকার দেওয়ার দাবিও দুস্থদের স্বাস্থ্যপরি সেবা ভালোভাবে পায় এ বিষয় নিয়ে আজ এই সভায় আলোচনা হয়।আর এম পি এ আলিপুরদুয়ার জেলার প্রশিক্ষক প্রণব কুমার ভৌমিক জানান, নর্মাল মেথুন চলমান মেডিক্যাল স্কুল আর,এম,পি,এ, প্রশিক্ষিত গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে উন্নত করার যে প্রক্রিয়া আর,এম,পি,এ, করেছেন সেটা দীর্ঘ প্রক্রিয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584