কবির হোসেন, মুর্শিদাবাদঃ
সালারে দীর্ঘদিন পর অনুষ্ঠিত হল সালার মার্কেট অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ও বিডিও আশিস মণ্ডল এবং মুর্শিদাবাদ বহরমপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের নেতা আনারুল ইসলাম। আজ বৃহস্পতিবার সালারের বিকেল তিনটার সময় এক বেসরকারী আবাসিক লজে এই কর্মসূচি পালিত হয়।
সালারে দীর্ঘদিন ধরেই ইউনিয়ন কার্যকলাপ বন্ধ ছিল। গত কয়েক মাস ধরে এই সংগঠনটি পুনরায় সক্রিয় করার ব্যাপারেও ব্যবসায়ীরা উৎসাহী ও আন্তরিক হয়ে ওঠেন এবং তার ফলস্বরূপ আজকের অনুষ্ঠান। এখানে কমবেশি প্রায় সকল ব্যবসায় উপস্থিত হন ইউনিয়নের অন্তবর্তী সভাপতি হিসেবে গোলাম মোস্তফা বলেন, সালারে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের কোন সংগঠন কার্যকর ছিল না। আমরা এই সংগঠনকে নতুন রূপে প্রতিষ্ঠা করতে পেরে আনন্দিত।
এই উপলক্ষে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন রকম সমস্যা ও দাবিদাওয়ার কথা বিধায়ক হুমায়ুন কবির ও বিডিও মন্ডলের সামনে তুলে ধরেন। সুচিকিৎসার ব্যবস্থা ও পৌরসভা প্রতিদান দেওয়া হয়। এছাড়া যাতে ব্যাংক থেকে ঋণ পায় সেই ব্যবস্থা জন্য প্রশাসনকে অবগত করেন।
আরও পড়ুনঃ স্থানীয়দের নিজ প্রচেষ্টায় তৈরি হচ্ছে রামেশ্বরপুরের দ্বারকা নদীর উপর সেতু, সরকারি সাহায্যের আবেদন
এই উপলক্ষে মুর্শিদাবাদ বহরমপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস নেতা আনারুল ইসলাম বলেন যে এলাকার উন্নয়নের জন্য তারা সবসময় প্রস্তুত যাতে এখানে ব্যবসা ভালো ভাবে হয় সেই বিষয়ে সাহায্য করা হবে। বিধায়ক হুমায়ুন কবির বলেন , তারা ব্যবসায়ী ইউনিয়ন ও সহকারী সরকারের মধ্যে সেতুবন্ধনের কাজ করবেন। উন্নয়নের ব্যাপারে তিনি সবসময় সাহায্য করতে প্রস্তুত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584