সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
দীর্ঘ দুই বছর পর করোনা অতিমারি কাটিয়ে স্কুল কলেজের তালা খুলেছে। তাই পড়ুয়াদের মধ্যে স্কুল কলেজ যাওয়ার উচ্ছাস খুবই বেশি। আর গত দুই বছর ক্রীড়া প্রতিযোগিতা করতে পারেনি স্কুল কলেজ কর্তৃপক্ষ।তাই কলেজের গেট খুলতেই শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কোচিং। গত প্রায় এক মাস ধরে চলছিল প্রতিযোগিতা। খেলা শেষ করেছেন কলেজ পক্ষ এবং তাদের মধ্যে ভালো খেলোয়াড়দের বাছাই করেন।

আজ বৃহস্পতিবার জলঙ্গী মহাবিদ্যালয় খেলার মাঠে বিধায়ক, ওসি সহ এসইও দের উপস্থিতিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

এদিনের খেলায় ইভেন্ট ছিল একশো-দুশো-আটশো মিটার দৌড়, হাইজাম, লংজাম সহ ইত্যাদি। এদিনের খেলায় ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও অংশগ্রহণ করে। খেলা শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয়দের পুরস্কৃত করা হয়।
আরও পড়ুনঃ বারাণসীতে বাংলার মুখ্যমন্ত্রীকে হেনস্থা ও কালো পতাকা দেখানোর প্রতিবাদে ধিক্কার মিছিল সালারে
এদিন উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রাজ্জাক, কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সৌভিক ঘোষ, জলঙ্গী থানার ওসি সৌম্য দে, এসইও মোঃ ইকবাল হোসেন সহ ম্যানেজিং কমিটির সদস্য সালাউদ্দিন সরকার, কামরুজ্জামান বিশ্বাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584