আমড়াকুচি অঞ্চলে প্রাথমিক বিদ্যালয়-শিশুশিক্ষা কেন্দ্রের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা

0
205

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

কেশপুর ব্লকের আনন্দপুর চক্রের আমড়াকুচি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষাকেন্দ্র সমূহের পড়ুয়াদের ৪১তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। জাতীয় সংগীত ও মার্চ পাস্টের পর প্রতিযোগিতা শুরু হয়।

দৌড় প্রতিযোগিতা। নিজস্ব চিত্র

৭৫মিটার দৌড় , ১০০মিটার দৌড়, ২০০মিটার দৌড়, দীর্ঘলম্ফন , উচ্চলম্ফন , জিমনাস্টিক ইত্যাদি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের সার্টিফিকেট, মেডেল, থালাবাটি, গাছের চারা ইত্যাদি পুরস্কারে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ছিল শিক্ষকদের ১০০মিটার দৌড় এবং শিক্ষিকাদের গুলি চামচ দৌড়।সমস্ত প্রতিযোগিতাগুলি পরিচালনা করেন মেদিনীপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের রথিকান্ত মাহাত, আসিস ঘোষ সহ প্রশিক্ষিত বিচারকগণ।

বিজয়ীরা। নিজস্ব চিত্র

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমড়াকুচি গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত ভট্টাচার্য, পশ্চিম মেদিনীপুর প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রাক্তন চেয়ারম্যান মিসকিন খাঁন, শিক্ষাবন্ধু ইউসুফ খান, বিভিন্ন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয়গণ, অঞ্চল ক্রীড়া কমিটির সভাপতি এনামুল হক, সম্পাদক তারাশঙ্কর বেরা, কোষাধ্যক্ষ মিহির বটব্যাল , বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ প্রমুখ। ক্রীড়া কমিটির সম্পাদক তারাশঙ্কর বেরা জানিয়েছেন, প্রতি ইভেন্টের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা চক্রস্তরীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রসঙ্গত, আগামী ৩রা ডিসেম্বর আনন্দপুর চক্রের খেলা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here